Breaking News
 
Celina Jaitly: স্বামীর হাতে শারীরিক নিগ্রহের অভিযোগ সেলিনা জেটলির! গার্হ্যস্থ হিংসার মামলা দায়ের করে ডিভোর্সের পথে অভিনেত্রী Palash Muchhal: স্মৃতির প্রেমে যেমন, তেমনই প্রাক্তনকে প্রস্তাব! বিরভার সঙ্গে কি ছলনা? পলাশের আচরণে বিতর্ক তুঙ্গে PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

 

Country

31 minutes ago

Cold wave grips Kashmir valley: কনকনে ঠান্ডা শ্রীনগরে, ফের পারদ-পতন কাশ্মীর উপত্যকায়

Cold wave grips Kashmir valley
Cold wave grips Kashmir valley

 

শ্রীনগর, ২৬ নভেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। শীতে জবুথবু শ্রীনগর থেকে পহেলগাম, গুলমার্গ থেকে কুপওয়ারা - সর্বত্রই তাপমাত্রার পারদ নেমেছে হিমাঙ্কের নীচে। শ্রীনগরে মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত মঙ্গলবার রাতই শ্রীনগরে এই মরশুমের শীতলতম রাত।

শীতের দাপট শুরু হয়েছে গুলমার্গেও। পর্যটকদের প্রিয় স্থান এখানেও হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা। শ্রীনগর থেকে গুলমার্গ, কুপওয়ারা থেকে পহেলগাম সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বাড়বে শীতের দাপটও। শোপিয়ানে তাপমাত্রা নেমেছে মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াসে, পুলওয়ামাতে মাইনাস ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়ছে। বুধবার সকালে শ্রীনগর-সহ কাশ্মীরের নানা স্থান কুয়াশাচ্ছন্ন ছিল। ফলে দৃশ্যমনতাও কিছুটা কমে যায়।

You might also like!