West Bengal

1 month ago

Bangladesh Unrest:বিশ্বভারতীতে স্থগিত হয়ে গেল 'মুজিব, দ্য মেকিং অফ নেশন' বায়োপিক দেখানোর পরিকল্পনা

Bangladesh Unrest
Bangladesh Unrest

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শ্যাম বেনগলের নির্মিত 'মুজিব, দ্য মেকিং অফ নেশন' বায়োপিক দেখানোর পরিকল্পনা ছিল। তাও স্থগিত করে দেওয়া হয়েছে।শেখ হাসিনার উদ্যোগে তৈরি 'মুজিব, দ্য মেকিং অফ নেশন' নামে বায়োপিক তৈরি হয়েছিল।বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে চলতি মাসেই দেখানোর পাশাপাশি একাধিক কর্মসূচির কথা ছিল ৷ কিন্তু, বাংলাদেশের পরিস্থিতির জন্য তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল ৷ বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনে আন্তর্জাতিক বাংলাদেশ ভবনে অনেকগুলো পরিকল্পনা ছিল বিশ্বভারতী ৷ যেমন- বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ নাটকের ফেস্টিভ্যাল। এছাড়া, এই আগস্ট মাসের শেষের দিকে পরিচালক শ্যাম বেনগলের নির্মিত 'মুজিব, দ্য মেকিং অফ নেশন' নামক বায়োপিক দেখানোর পরিকল্পনা ছিল ৷ প্রসঙ্গত, ২০১৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু মুজিবর রহমানের উপর নির্মিত হয়েছে বায়োপিক ৷

তবে বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত সরকার কী সিদ্ধান্ত নেয় বা সেদেশের বিদেশনীতিই বা কী হয়, সেদিকেই তাকিয়ে বিশ্বভারতী। তাই আপাতত এই সব পরিকল্পনাই যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত তা বলাই যায় ৷ উল্লেখ্য, এই বিশ্বভারতীর বিভিন্ন ভবনে প্রায় ৩৫ জন বাংলাদেশি পড়ুয়া আছে। দেশের পরিস্থিতি নিয়ে বিদেশের মাটিতে থেকে কোনও মন্তব্যই করতে চাইছেন না তারা। বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন, "১৯৯৯ সালে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনাকে দেশিকোত্তম দেওয়া হয়েছিল ৷ আর বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন তৈরির জন্য প্রস্তাব তিনিই দিয়েছিলেন ৷ পরে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শান্তিনিকেতনে এই ভবন হবে তা ঘোষণা করেছিলেন ৷ তবে এই মুহুর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে আমাদের বেশকিছু পরিকল্পনা ছিল, তা আপাতত হচ্ছে না ৷ ভারত সরকারের সিদ্ধান্ত কী হয়, তার উপরেই নির্ভর করছে।"

You might also like!