Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

West Bengal

1 year ago

India Bangladesh Joint Harmony:ভারত বাংলাদেশ যৌথ সম্প্রীতির সম্মানে ভূষিত জামালপুরের মেহেমুদ খান

Mehmud Khan of Jamalpur awarded with Indo-Bangladesh Joint Harmony Award
Mehmud Khan of Jamalpur awarded with Indo-Bangladesh Joint Harmony Award

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিজের স্বেচ্ছাসেবী সংস্থা 'নাগরিক জনকল্যাণ সোসাইটি'র মাধ্যমে নানা সামাজিক কাজ করে থাকেন জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মেহেমুদ খান। সংগঠন বা দলীয় স্তর ছাড়াও ব্যক্তিগতভাবেও নিজের সামর্থ অনুযায়ী নানা মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করে থাকেন তিনি। বিগত করোনা কালে হাজার হাজার মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছিলেন তার সংস্থা নাগরিক জনকল্যাণ সোসাইটি। দলীয় স্তরে রক্তদান, বস্ত্রদান, খাদ্য দান ছাড়াও ব্যক্তিগতভাবে  কখনও অসহায় গর্ভবতী মহিলার দায়িত্ব নেওয়া, দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহযোগিতা, কখনও আবার প্রচারমাধ্যমকে এড়িয়ে  শীতের রাতে অন্ধকারে সারা ব্লক ঘুরে রাস্তাঘাটের নিরন্ন নির্বস্ত্র মানুষের হাতে গরম জামাকাপড়, খাদ্য তুলে দেওয়া-  এই রকম বহু জনহিতকর কর্মকান্ডের  কান্ডারী জামালপুর ব্লক তৃণমূলের সভাপতি তথা জনদরদী সমাজসেবী  মেহেমুদ খানকে বিশেষ সম্মানে সম্মানিত করলো সার্ক কালচারাল ইউনিটি ইন্ডিয়া ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ(ট্রাব)। ট্রাবের ভারতীয় শাখা আয়োজন করে  "ভারত-বাংলাদেশ সম্প্রীতি সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৪"। আয়োজনে বাংলাদেশের বহুল প্রচলিত সংবাদ মাধ্যম দৈনিক গণকণ্ঠ পত্রিকা ।বিভিন্ন দেশে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, মূলত যারা সমাজের সকল স্তরের মানুষদের জন্য নিরলস ভাবে কাজ করেন তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

এ বছর ভারতে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, সেখানে বিশেষ সম্মান তুলে দেয়া হলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খানকে।এই সম্মাননা পেয়ে কেমন লাগছে সেটা জানতে চাইলে তিনি বলেন এই সম্মান পেয়ে তিনি গর্বিত ও আপ্লুত।  এই সম্মান তার দায়িত্বও আরো বাড়িয়ে দিলো। আগামীতে আরো বেশি করে সামাজিক কাজ করা ও মানুষের পাশে দাড়ানোর অঙ্গীকার করেন তিনি। তার এই সম্মাননায় খুশি তার শুভানুধ্যায়ীরা। উল্লেখ্য, বাম আমল থেকে বিভিন্ন অত্যাচার, অবিচার ও রাজনৈতিক হিংসার শিকার মেহেমুদ খান তার কর্মকান্ডের জন্য  আজ জামালপুরের জননেতা হিসাবে পরিচিত। সাহায্য প্রার্থীদের তিনি কোনদিন খালি হাতে ফেরান না বলেও স্থানীয় সূত্রে জানা যায়। ডানপন্থী ঘরানার রাজনীতিবিদ হিসাবে মেহেমুদ খান একজন দক্ষ সংগঠক হিসাবেও পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলা ওই মানুষটির রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন সমাজসেবী হিসাবে সুখ্যাতি রয়েছে সারা জেলায়।

You might also like!