Video

3 weeks ago

Siliguri News | বিধান মার্কেটে ব্যবসায়ী সমিতির তরফ থেকে ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হলো

 

শিলিগুড়ির প্রাণকেন্দ্র বিধান মার্কেট। প্রত্যেকদিন প্রচুর এটা এসে থাকেন এই বিধান মার্কেটে। রয়েছে প্রচুর দোকান। সকাল থেকে বিধান মার্কেটে ক্রেতাদের আগমন শুরু হয়। শুধু শিলিগুড়ি নয় পাহাড় ডুয়ার্স সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর ক্রেতারা এসে থাকেন এই বিধান মার্কেটে। প্রচন্ড গরমে নাজেহাল পরিস্থিতি , দিন দিন গরম বাড়ছে শিলিগুড়িতে। বিধান মার্কেট ব্যবসায় সমিতির খরচ থেকে এদিন মার্কেটে যে রাধাগোবিন্দ মন্দির রয়েছে। সেই মন্দিরের প্রাঙ্গনে শীতল পানীয় জলের মেশিন বসিয়ে পরিষেবা প্রদান শুরু হয়ে গেল। মূলত ক্রেতা বিক্রেতা ও ব্যবসায়ীদের জন্যই এই পরিষেবা। সকাল থেকে নটা সাড়ে নটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে এমনটাই জানিয়েছেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এইরকম উদ্যোগে খুশি বিধান মার্কেটের ব্যবসায়ীরা।

You might also like!