গত কয়েক দিন ধরে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী । প্রচন্ড গরমে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঘর মুখী হচ্ছেন মানুষ । কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও তা থেকে তেমনভাবে স্বস্তি মিলছে না । পুরুলিয়া জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে । সঙ্গে রয়েছে প্রচন্ড আর্দ্রতা । সব মিলিয়ে অস্বস্তি চরমে । বেলা দশটার পর থেকেই পথঘাট ফাঁকা । সরকারি স্কুল ছুটি। বেসরকারি স্কুলগুলিতে সকালে ক্লাস হচ্ছে ।