রাজাপুরে মায়াপুর ইসকন মন্দির থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথ, বলদেব ও সুভদ্রার মন্দিরটি। সারা বছরই এই মন্দিরে পূজা-অর্চনা চলে। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড়। সবাই স্নান করানোর জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্নানযাত্রার পর রথযাত্রার দিন তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রওনা হন ইসকন মন্দিরের উদ্দেশে। ভক্তরা রশি টেনে ও নানা বাদ্যযন্ত্র বাজিয়ে রথ টানেন। ইসকন মন্দিরেই অস্থায়ী ‘মাসির বাড়ি’ তৈরি হয়, যেখানে সাত দিন ধরে ৫৬ ভোগ দিয়ে দেবতাদের পূজা করা হয়। সাত দিন পর সেই একই রথে দেবতারা ফিরে আসেন রাজাপুর মন্দিরে। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।