Life Style News

10 months ago

Hindu Names: হিন্দু দেব-দেবীদের নামে রাখতে পারেন আপনার সন্তানের নাম!

Child Picture (File Picture)
Child Picture (File Picture)

 

দেবেশী- দেবী দুর্গার নামের তালিকা থেকে এই নামটি চয়ন করা হয়েছে। এই নামের অর্থ 'দেবতাদের প্রধান'। আপনার আদরের রাজকন্যাকে এই নামটি যে খুব ভালো মানাবে, সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

মেধাস্বী- সরস্বতীর অপর এক নাম এটি। এর অর্থ 'জ্ঞান বা বুদ্ধি'। আপনার মেয়েকে এই নামে নামকরণ করতেই পারেন আপনি।

ত্রিনেত্রা - মা দুর্গার তিনটি নেত্র। তাই তাঁকে ত্রিনেত্রা নামেও সম্বোধন করা হয়। আধুনিক প্রজন্মের এই নামটি বেশ ভালো লাগবে।

​কাব্য - এই নামটির অর্থ খুবই সুন্দর। আপনি যদি ইউনিক ও অন্যরকম নামের খোঁজই করে থাকেন, তাহলে এই নাম আপনার মনে ধরবেই। দেবী সরস্বতীর নামের তালিকা থেকে নামটি চয়ন করা হয়েছে।

কন্যাকা- বেশ অন্যরকম একটি নাম। দেবী পার্বতীর অপর এক নাম একটি। দেবীর তরুণী রূপকে বর্ণনা করার জন্যেই এই শব্দটি ব্যবহার করা হয়।

নীলকণ্ঠ- এই নামের মাধুর্য বর্ণনা করা এক প্রকার অসম্ভবই! ভগবান শিবের নামের তালিকা থেকে এই নামটি বেছে নেওয়া হয়। আপনার ছেলেকেও এই নামে ডাকতে পারেন।

​হৃদদেব- নারায়ণের নামের তালিকা থেকে এই নামটি চয়ন করা হয়েছে। এই নামের অর্থ 'হৃদয়ের দেবতা'।

গৌরিক- সিদ্ধিদাতা গণেশের নামের তালিকা থেকে এই নামটি চয়ন করা হয়েছে। পর্বতে জন্ম হয়েছে যাঁর, তাঁকেই এই নামে সম্বোধন করা হয়।

শুভং- শ্রীবিষ্ণুর অন্যতম সুন্দর নাম এটি, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যাঁর রূপ সবচেয়ে সুন্দর, তাঁকেই এই নামে সম্বোধন করা হয়।

রুদ্র- আপনি যদি ছোট এবং সহজ নামই পছন্দ করেন, তাহলে এই নামটি তো আপনার মনে ধরবেই। মহাদেবের অপর এক নাম এটি।

You might also like!