Life Style News

1 year ago

Hair Care:এই গরমে চুলের যত্ন নিন

hair care
hair care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগরমে একাধিক কারণে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। তাই গরমকালে চুলের বিশেষ যত্ন নিতে হবে। ভারতের বিখ্যাত এক বিউটিশিয়ান খুব অল্প পরিশ্রমে চুলের যত্নের কয়েকটি টিপস দিয়েছেন।

১) সপ্তাহে অন্তত ৩ দিন শ্যাম্পু করুন। যে ক্ষেত্রে রিঠা দিয়ে শ্যাম্পু করতে পারলে সবচেয়ে ভালো।

২) হট অয়েল মাসাজ করুন।

একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল বা আমন্ড অয়েল নিন। হালকা আঁচে অল্প গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে তুলোর সাহায্য়ে লাগিয়ে নিন। তারপর আঙুলের চাপে ধীরে ধীরে মালিশ করতে থাকুন। এক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।

  এছাড়াও -

৩) ভিজে চুল আঁচড়াবেন না।

৪) টেনে শক্ত করে চুল বাঁধবেন না।

৫) রাতে শোওয়ার আগে চুল টাইট করে বাঁধবেন না।

৬) জোরে জোরে চুল আঁচড়াবেন না।

এই বিধিগুলো মেনে চললে আপনার চুল ভালো থাকবে।

You might also like!