Life Style News

6 months ago

Relationship Tips: প্রেমিকার দামি দামি গিফট চাওয়া দেখে কপালে ভাঁজ পড়েছে আপনার! এই কৌশলে বদল আনুন তাঁর মানসিকতায়

Relationship Tips (File Picture)
Relationship Tips (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রেমিকার চাওয়া-পাওয়ার হিসেব রাখাটা প্রত্যেক বয়ফ্রেন্ডের দায়িত্বের মধ্যেই পড়ে। এই সহজ-সরল সূত্র মেনে চললেই অনায়াসে প্রেমের গাড়ি এগিয়ে যাবে।

তবে কিছু মহিলার আবার বয়ফ্রেন্ডের দেওয়া ছোটখাট গিফট পছন্দ হয় না। তাই তাঁরা মনের মানুষের কাছে দামি দামি গিফট দাবি করেন। আর প্রেমিকার এমন অদ্ভুত বায়নাক্কা শুনে পুরুষের হৃদয়ে বেজে ওঠে ভয়ের ডঙ্কা! তাঁরা বুঝতে পারেন না যে প্রেমিকার এমনতর চাহিদা পূরণ করবেন কী ভাবে। আর সেই কারণে তাঁরা ভিতরে ভিতরে জ্বলে-পুড়ে শেষ হয়ে যান।

তাই মনের অন্দরে সুপ্ত আগ্নেয়গিরি জ্বলে ওঠার আগেই আপনাকে এই সমস্যার একটা সহজ সমাধান খুঁজে বের করতে হবে। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে এই প্রতিবেদনে উল্লেখিত কয়েকটি টিপস। তাই ঝটপট এই নিবন্ধটি পড়ে নিন।

মনের কথা খুলে বলুন​

অনেক পুরুষই নিজের মনের কথা প্রেমিকার কাছে খুলে বলতে পারেন না। আর সেই সুবাদে সমস্যা যেই তিমিরে ছিল, সেখানেই রয়ে যায়। তাই এই সমস্যার সমাধান করতে চাইলে আপনাকে নিজের মনের কথা প্রেমিকাকে বলতেই হবে। এমনকী তিনি কষ্ট পেলেও মনে পাথর রেখে তাঁর সামনে নিজের সমস্যার কথা তুলে ধরতে হবে। আশা করছি, আপনি ঠিকমতো বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই আপনার কথা শুনবেন।

নিজের বিষয়ে বেশি বাড়িয়ে-চড়িয়ে বলতে গেলেই ফাঁসবেন। তাই প্রেমিকা যদি কথায় কথায় দামি গিফট চান, তাহলে তাঁকে নিজের পকেটের হাল সম্পর্কে জানাতেই হবে। এই কাজটা করলেই ফিরবে তাঁর সম্বিৎ। তিনি বুঝতে পারবেন যে আপনার পক্ষে আর তাঁর এই ধরনের আবদার মেনে নেওয়া সম্ভব নয়। আর তারপরই তিনি হয়তো নিজেকে বদলে নিলেও নিতে পারেন। তাই ঝটপট এই কাজে লেগে পড়ুন বন্ধু।

কান না দিলেই হল​

সবার সব কথা কানে নিতে নেই। তাই প্রেমিকা যদি মাঝেমাঝেই দামি গিফট চান, তাহলে তাঁর সেই সব কথায় বেশি কান দেবেন না। বরং একজন দক্ষ রাজনীতিকের মতো সব কথায় হ্যাঁ বলে ঝটপট সেইসব কথা ভুলে যান। তারপর আবার যদি কখনও এই কথা ওঠে, তাহলে ফের নতুন করে প্রতিশ্রুতি দিন। এভাবে ঘটনাপ্রবাহ এগতে থাকলেই প্রেমিকা আপনার আচরণ ধরতে পেরে নিজেকে গুটিয়ে নেবেন। আর এটাই আপনার জয়।

ওনার কাছেও গিফট চান​

এরপর থেকে তিনি আপনার কাছে দামি গিফট চাইলে, আপনিও হাত গুটিয়ে বসে থাকবেন না। বরং তাঁর কাছেও তখনই একটা দামি গিফট চেয়ে বসুন। আর এই কাজটা একদম হাসিমুখে সেরে নেবেন। আশা করছি, আপনার এমনতর আচরণে প্রেমিকার থোঁতা মুখ ভোঁতা হয়ে যাবে। তারপর তিনি নিজের ভুল বুঝে শুধরে নিলেও নিতে পারেন।

এই পথে পা না বাড়ানোই ভালো​

হাজার ট্যাকটিকস গ্রহণ করার পরও যদি আপনার প্রেমিকা বারবার করে গিফট চাইতেই থাকেন, তাহলে তাঁর থেকে যত দ্রুত সম্ভব দূরত্ব বাড়ানোর চেষ্টা করুন। কারণ এখনই যদি তাঁর এহেন আবদার থাকে, তাহলে বিয়ের পর যে তা আরও বাড়বে, তা তো বলাই বাহুল্য! তাই সময় থাকতে থাকতেই নিজেকে এই ফাঁদ থেকে বেরে করে আনার চেষ্টায় লেগে পড়ুন।

You might also like!