Life Style News

7 months ago

Leap Year-29th February: আজ ২৯ ফেব্রুয়ারি! ৪ বছর পর ক্যালেন্ডারে জুড়ল ফুরফুরে একটা দিন

Leap Year-29th February
Leap Year-29th February

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি! এমন লোভনীয় অফার হাতছাড়া করা যায়! এমন নানাবিধ অফারের সঙ্গে আমাদের পরিচিত। কিন্তু এই অফার একটু আলাদা। বাই ফোর, গেট ওয়ান। চার বছর পরপর ক্যালেন্ডারে জুড়ে যায় আস্ত একটা দিন। আজ সেই পড়ে পাওয়া চোদ্দ আনা, ২৯ ফেব্রুয়ারি।

২০২০-এর পর ২০২৪ ছিল লিপ ইয়ার। সেটা আসলে কী? সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। অথচ বছরের হিসেবে রাখা হয় ৩৬৫ দিন। অর্থাৎ প্রতি বছর জমা থাকে বাড়তি ৬ ঘণ্টা। এবারে চার বছরে জমা হয় ২৪ টা ঘণ্টা, মানে আস্ত একটা দিন। অমনি, চার নম্বর বছরে ফেব্রুয়ারি মাসে জুড়ে দেওয়া হয় বাড়তি একটা দিন, ২৯ ফেব্রুয়ারি।আগামী লিপ ইয়ার আসতে আবার চার বছরের অপেক্ষা।


You might also like!