Life Style News

8 months ago

Vastu Tips: রান্নাঘরে এই জিনিসটি রাখলে থাকবে না অর্থাভাব!

Vastu Tips (Symbolic Picture)
Vastu Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাস্তু শাস্ত্র অনুযায়ী রান্নাঘরে কিছু নির্দিষ্ট জিনিস রাখলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। আবার রান্নাঘরের বাস্তু দোষ দূর করার জন্য কিছু বিষয়ে মেনে চলা উচিত। এ বিষয়ে সঠিক পরামর্শ দিচ্ছে বাস্তু শাস্ত্র।

বাস্তু শাস্ত্র অনুযায়ী রান্নাঘরের জন্য হলুদ অত্যন্ত শুভ। হিন্দু ধর্মে হলুদের ধর্মীয় মাহাত্ম্য স্বীকৃত। পূজার্চনা, শুভ অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। আবার অর্থ ও সম্পদের কারক গ্রহ বৃহস্পতি এবং সৃষ্টির পরিচালক বিষ্ণুর পুজোয় হলুদ ব্যবহার করা হয়ে থাকে। রান্নাঘরে সবসময় হলুদ রাখবেন। এক দিনের জন্যও যাতে হলুদের কৌটো খালি না-হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রান্নাঘরে হলুদ রাখলে অর্থ আগমনের সমস্ত দ্বার উন্মুক্ত হয়। তাই বাস্তু শাস্ত্রে রান্নাঘরে হলুদ রাখার পরামর্শ দেওয়া হয়।

হলুদ ছাড়াও রান্নাঘরে পিতল বা কাঁসার বাসন রাখা শুভ। এই ধাতুর বাসনে রান্না করা বা খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। বাস্তু অনুযায়ী রান্নাঘরের পশ্চিম দিকে কাঁসা ও পিতলের বাসন রাখা উচিত।

You might also like!