Life Style News

5 hours ago

Dog Bathing Tips: শীতের দিনে পরিচ্ছন্নতার দিকে নজর রেখে সারমেয়কে স্নান করানো জরুরি, জেনে নিন কয়েকটি টিপস!

Pet Dog (Symbolic picture)
Pet Dog (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের দিনে পোষ্যের স্নান করানো আবশ্যক। পরিচ্ছন্নতার দিকে নজর রেখে সারমেয়কে স্নান করানো জরুরি। অন্তত মাসে একটি দিন। পোষ্যে কুকুরের গায়ে অনেক সময় সংক্রমণ ঘটে।অনেক সময় বিশ্রী গন্ধ হয়, তা ছাড়া তাদের লোমে ময়লা,নোংরা লেগে যায়। পশু চিকিৎসকেরা বলছেন, কুকুরের শরীরে ব্যাক্টেরিয়া এবং ছত্রাকজনিত সংক্রমণ হয়। তাই পোষ্যে কুকুরের স্বাস্থ্যের কথা ভেবেই শীতের মরসুমে পোষ্যকে স্নান করানো জরুরি। সারমেয়র জন্য কোনটি ভাল, কোনটি মন্দ, জলের তাপমাত্রা কতটা হওয়া বাঞ্ছনীয়, সে সব কিন্তু জানা দরকার। না হলে সারমেয়র অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 

নিম্নে কিছু টিপস উল্লেখিত হলোঃ 

১) বিভিন্ন প্রজাতির সারমেয়র আকৃতি, লোমের ঘনত্ব, দৈর্ঘ্য ভিন্ন। পোষ্যের লোম যদি ঘন, লম্বা হয় তা হলে স্নানের আগে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। না হলে স্নানের পর লোমে জট পাকিয়ে যাবে, আঁচড়াতে অসুবিধা হতে পারে;

২) ছোট কুকুর হলে বেসিন বা ছোট গামলায় স্নান করানো যায়। কিন্তু আকারে বড় হলে স্নানঘরে হ্যান্ড শাওয়ারে স্নান করানোই সুবিধাজনক। তবে মেঝে বেশি পিচ্ছিল হলে, হড়কে যায় না, এমন রাগ সেখানে বিছিয়ে দিন। 

কারণ, সাবান এবং জলের ব্যবহারে স্নানঘরের মেঝে পিচ্ছিল হয়ে গেলে পোষ্য পা হড়কে পড়ে যেতে পারে;

৩) সঠিক শ্যাম্পু এবং কন্ডিশনার বাছাই খুব জরুরি। মানুষের যেমন বিভিন্ন রাসায়নিক এবং উপাদানে অ্যালার্জি থাকে, কুকুরেরও থাকতে পারে। তেমন কোনও উপাদান শ্যাম্পুতে থাকলে পোষ্য অসুস্থ হয়ে পড়তে পারে।

গায়ে সরাসরি শ্যাম্পু ব্যবহার না করে জলে গুলে তা পোষ্যের শরীরে ব্যবহার করুন।স্নানের পর কন্ডিশনার ব্যবহার জরুরি। এতে তাদের লোম মসৃণ ও সুন্দর থাকবে;

৪) সারমেয়র শরীরের তাপমাত্রা মানুষের চেয়ে একটু বেশি হয়। তাই তার জন্য জল গরম হওয়া জরুরি। তবে, তা যেন ফুটন্ত গরম না হয়। পোষ্যকে স্নান করানোর আগে হাত দিয়ে দেখে নেওয়া দরকার, জলের তাপমাত্রা কী রকম রয়েছে। 

হিমশীতল জলে পোষ্যকে স্নান করালে তার ঠান্ডা লেগে যেতে পারে;

৫) স্নানের সময় আলদা ভাবে থাবা, কান পরিষ্কার করা দরকার। অনেক সারমেয় মুখে জল দিলে অস্বস্তি বোধ করে। সে ক্ষেত্রে কুকুরের মুখ ভিজে তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া যেতে পারে। 

স্নানের পরেই কুকুরের শরীর তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া জরুরি;

৬) স্নান শেষে সারমেয়কে দ্রুত টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে শুকিয়ে দিন। শীতকালে বেশি সময় ভিজে থাকার কারণে সারমেয় শীতগ্রস্ত হতে পারে। 

 যদি সম্ভব হয়, হালকা গরম করে ফ্ল্যাট আউট ড্রায়ার ব্যবহার করা যেতে পারে, তবে খুব কম তাপমাত্রায় ব্যবহার করতে হবে;

৭) শীতকালে সারময়ের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, তাই স্নান শেষে ময়েশ্চারাইজার বা তেল ব্যবহার করে ত্বককে আর্দ্র রাখুন। এটি তার ত্বককে সুস্থ ও কোমল রাখবে;

৮) স্নান করার পর সারমেয়কে তাড়াতাড়ি শুকিয়ে গরম কাপড় পরিয়ে রাখুন, যাতে তার তাপমাত্রা কমে না যায় এবং সে ঠাণ্ডা অনুভব না করে;

৯) শীতকালে সারমেয়ের স্নান করার প্রয়োজন কম হয়, তাই বেশি বার স্নান করানো না ভালো। সাধারণত মাসে এক বা দুইবার স্নান করানো যথেষ্ট;

১০) স্নান করার পর সারমেয়ের শরীর বিশ্রাম নিতে দিন। ঠাণ্ডা পরিবেশে তাকে শান্ত, সুষম এবং আরামদায়ক জায়গায় বিশ্রাম নেওয়ার সুযোগ দিন।

এই বিষয়গুলি মাথায় রেখে, শীতের দিনে সারময়ের স্নান করান,এটিই ওদের জন্য নিরাপদ এবং আরামদায়ক হবে। 

You might also like!