Life Style News

1 year ago

Durga Puja Nail Care Tips: পুজোর আর কয়েকদিন, শখের নখের যত্ন নিন ঘরোয়া উপায়ে

Durga Puja Nail Care Tips
Durga Puja Nail Care Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই পুজো। সেই কারণে ত্বক, চুলের পাশাপাশি নখের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। তাই আজ জেনে নেওয়া যাক নখ পরিচর্যার কয়েকটি সহজ উপায়।

১. নখ খুব বেশি বড় না রাখাই ভাল। এতে নখ ভেঙে যাওয়ার সম্ভবনা থাকে। বরং পুজোর আগে নখ ভাল রাখতে সামান্য ছোট করে কেটে ফেলুন।

২. নেলপলিশ নখের সৌন্দর্য বাড়ায়। কিন্তু অতিরিক্ত নেলপলিশ ব্যবহার না করাই ভাল।

৩. নেলপলিশ পরলেও নির্দিষ্ট সময়ের পর রুমুভার নিয়ে নখ পরিষ্কার করে নেওয়া উচিত।

৪. পার্লারে গিয়ে পেডিকিওর, মেনিকিওর না করতে পারলেও গরম জলে নখ ভিজিয়ে পরিষ্কার করা উচিত।

৫. নখ বেশিক্ষণ যাতে ভিজে না থাকে সেদিকে নজর রাখা উচিত। ভিজে নখ সহজে ভেঙে যায়।

৬. নখ ভাল রাখতে দিনে কমপক্ষে দুবার করে আঙুলে ময়েশ্চারাইজিং ক্রিম মাখা উচিত।

You might also like!