Life Style News

1 year ago

Girls Solo Trip: মেয়ে বলে একা ঘুরতে যেতে ভয়! কিছু বিষয়ে একটু সতর্ক হলেই এবার ঘটবে মুশকিল আসান

Girls Solo Trip
Girls Solo Trip

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের দেশে মেয়েদের একা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। বন্ধুবান্ধব,পরিবার-পরিজনদের সাথে বাড়ি লোকেরা যেতে দিলেও, একা ঘুরতে যাওয়ার নাম শুনলেই বাড়ির লোকেরা অনেক সময় বেঁকে বসেন। তবে বর্তমানে মহিলারা প্রায়ই একা বেড়াতে যান। তবে একা ঘুরতে যাওয়ার সময় এই বিশেষ কথাগুলো অবশ্যই মাথায় রাখুন।  

১) যতটা সম্ভব কম জিনিস নেওয়াঃ 

একগাদা জিনিস ব্যাগে পুরে নিলে বইতে হবে আপনাকেই। পাহাড়ে গেলে ওই ভারী ব্যাগ কাঁধে উঠতে বা নামতে কষ্ট হতে পারে। ট্রলি বা স্যুটকেস না নিয়ে, দু’কাঁধে নেওয়া যায় এমন ব্যাগ নিলেই ভাল।

২) আশপাশ সম্পর্কে সচেতন থাকুনঃ

 আপনার আশেপাশে কারা ঘোরাফেরা করছেন, সেই সম্পর্কে সচেতন থাকুন। খুব বেশি বন্ধুসুলভ বা একেবারেই কথা বলেন না এমন সহযাত্রীদের এড়িয়ে চলাই ভাল। ট্রেনে যাতাযাতের সময় নিজের জিনিসপত্র রেখে অন্য কোথাও যাবেন না। শৌচাগারে গেলেও টাকার ব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখার চেষ্টা করুন।

৩) জায়গা সম্পর্কে একটু পড়াশোনা করে ঘুরতে যানঃ 

দেশে হোক বা বিদেশে, যেখানেই ঘুরতে যান না কেন সেই জায়গা সম্পর্কে একটু পড়াশোনা করে তবেই ঘুরতে যান। বিশেষত সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা করতে গেলে ওই অঞ্চলের ইতিহাস জেনে যাওয়া জরুরি। এ ছাড়াও সেখানে দেখার বা ঘোরার কী কী জায়গা আছে, সে সব জেনে নিয়ে আগে থেকে পরিকল্পনা করে রাখতে পারেন।

৪) নথিপত্রের ফোটোকপি করে রাখুনঃ

বাইরে ঘুরতে গেলে নিজের আসল পরিচয়পত্র তো সঙ্গে রাখতেই হবে। সঙ্গে প্রতিটি নথির ফোটোকপি করে রাখাই ভাল। এমনকি, হোটেল, বিমান বা ট্রেনের টিকিটেরও ডুপ্লিকেট সঙ্গে রাখুন। চাইলে বাড়িতেও একটি দিয়ে আসতে পারেন।

৫) সব কিছু সবাইকে জানাবেন নাঃ 

কোথায় ঘুরতে যাচ্ছেন বা ঘুরতে গিয়ে কী কী করছেন, তার বিস্তারিত বিবরণ সমাজমাধ্যমে তুলে না ধরাই ভাল। ঘুরতে গিয়ে কারও সঙ্গে নতুন আলাপ হলেও তার সঙ্গে নিজের খুঁটিনাটি তথ্য ভাগ করবেন না।


You might also like!