Life Style News

1 year ago

A school teacher painted 3D pictures on the road: রাস্তার উপর 3D ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন এক স্কুল শিক্ষিকা

A school teacher paint 3D picture (File Picture)
A school teacher paint 3D picture (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিল্প-কর্মের মর্যাদা চিরকাল আছে। আর বাংলাতো শিল্পের আঁতুরঘর। ইদানিং সোশ্যাল মিডিয়ার যুগে বাতাসের গতিতে এগিয়ে যায় বিভিন্ন শিল্পের ছবি। এবার তেমনি অবাক করা ঘটনা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। রাস্তার উপর রাস্তা! ইটের পাঁচিল দিয়ে ঘেরা রাস্তা যেমনটা হয়, ঠিক তেমনই রাস্তার উপর যেন উঠে রয়েছে আরেকটি রাস্তা। এককথায় বলা যায়, এ যেন 3ডি রাস্তা। তবে সত্যি কী তাই? নাকি এর পিছনে রয়েছে প্রযুক্তির কারসাজি। না, কোনও অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং এ হল নিপাট হাতে আঁকা ছবির কেরামতি। এমন সুন্দর শিল্পকর্ম দেখে বিস্মিত নেট দুনিয়া।

কার্যত নেটদুনিয়ায় দৌলতেই বহু বেনামি শিল্পী পরিচিতি পেয়েছেন। প্রত্যন্ত গ্রামের প্রতিভাও উঠে এসেছে বিশ্বের দরবারে। যেমন ভিনদেশে পৌঁছে গিয়েছে বীরভূমের গ্রামের ভুবন বাদ্যকরের গান। আর এবার তেমনই এক গ্রাম বাংলার মহিলার প্রতিভায় মুগ্ধ হয়েছেন সকলে। সেই শিল্পীর চিত্রকর্ম ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। টুইটারে TansuYegen নামে পেজ থেকে একটি আঁকার ভিডিয়ো শেয়ার করা হয়। যার ক্যাপশন দেওয়া হয়েছে 'স্ট্রিট আর্ট'। ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় কয়লা ও চকের সাহায্যে ছবি আঁকছেন এক মহিলা। তবে সেটি কোনও সাধারণ ছবি নয়। রাস্তায় একটি দুর্দান্ত 3D ছবি এঁকে তাক লাগিয়েছেন তিনি। প্রায় ১০ ফুট লম্বা এবং ৪ ফুট চওড়া সেই চিত্রকর্ম দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনিও। এমন অজস্র প্রতিভা ছড়িয়ে আছে আমাদেরই চারিপাশে।

ওই আশ্চর্য ভিডিয়ো থেকে জানা গিয়েছে, ওই শিল্পী পশ্চিমবঙ্গের কোনও এক গ্রামের বাসিন্দা। পেশায় শিক্ষিকা ওই মহিলা স্কুলে প্রায়ই এই ধরনের আর্ট তৈরি করেন। শিশুরা তাঁর কাছে আঁকা শেখে। নিজের 3D শিল্পের প্রতি বাংলার ওই শিল্পী যে অত্যন্ত অনুরাগী তা তাঁর আঁকাতেই বোঝা গিয়েছে। গ্রামের রাস্তাতে তাঁর আঁকা 3D ছবিটি এতটাই নিঁখুত যে  সকলেই তাজ্জব  হয়েছেন। এমন প্রতিভাকে আমরাও কুর্নিশ জানাই।

You might also like!