
কলকাতা, ১০ নভেম্বর : অবশেষে শীতের আমেজ মালুম হচ্ছে মহানগরী কলকাতায়। ভোরে ও রাতে শীতের আমেজ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। একটু একটু করে নামছে তাপমাত্রার পারদও। উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই শীতের পরশে আরামদায়ক হয়ে উঠেছে আবহাওয়া। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। ভোরে আকাশ মুখ ঢাকছে কুয়াশায়। রোদ উঠলেও গরমের অস্বস্তি আর নেই। বরং হালকা রোদে বেশ আরামই পাচ্ছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকবে।
