kolkata

3 months ago

Weather Forecast for Bengal: রবিতেও তিলোত্তমায় অস্বস্তিকর আবহাওয়া, একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

Uncomfortable weather in Tillottama on Sunday too
Uncomfortable weather in Tillottama on Sunday too

 

কলকাতা, ৯ জুন: রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হলেও কলকাতায় সময়ের আগে বর্ষা ঢোকার কোনও সম্ভাবনাই নেই। অর্থাৎ আরও বেশ কয়েকদিন এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়েই যেতে হবে শহরবাসীকে। এদিকে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

আগামী বৃহস্পতিবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। আগামী সপ্তাহের শেষের দিকেই মৌসুমি বায়ু কলকাতায় প্রবেশ করতে পারে। তারপরই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। যদিও উত্তরবঙ্গের পরিস্থিতি সামান্য ভাল। সপ্তাহের শুরু থেকেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

You might also like!