kolkata

4 months ago

Mamata Banerjee: ‘সবুজ বাঁচাও, সবুজ দেখাও’ পরিবেশ দিবসে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee wrote a poem on World Environment Day (File Picture)
Mamata Banerjee wrote a poem on World Environment Day (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনে বাজিমাত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। জনগণের রায়েতে ৪২টির মধ্যে ২৯টি আসন পেয়েছে তাঁর দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তবে শুধু ভোট বাক্স নয়, পরিবেশও যেন ভরে ওঠে সবুজে। এমনই আবেদন নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে বুধবার তিনি সকলকে সবুজ বাঁচানো ও গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। 

তিনি সেখানে লেখেন, “সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী। সবুজই আমাদের প্রেরণা। সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী।” এর পরই নিজের কবিতাটি তুলে ধরেন তিনি।

সবুজ বাঁচাও, সবুজ দেখাও,

সবুজের মাঝে বিবেক জাগাও

সবুজ ধ্বংস করো না

সৃষ্টিকে উপড়ে দিও না

ওরাও তো বাঁচতে চায়

ওরাও তো হাসতে চায়

ওদের মুখে হাসি ফোটাও

নূতন যুগের আহ্বানে

নব প্রজন্মের প্রাণের টানে

নূতন চলেছে নূতনের সন্ধানে

মুক্তি চলেছে শান্তির বন্ধনে

সবুজ চলেছে যুগের আহ্বানে

সবুজের রঙে লাল কখনো হয়না

বসন্তের সৌরভ সবুজের বড় পাওনা –

ওরাও তো খেলতে চায়

ওরাও তো আলো দেখায়

তাই ওদের বুকে এসো সোনা ঝরাও

সবুজ বাঁচাও, সবুজ দেখাও।

You might also like!