kolkata

4 months ago

Lok Sabha Elections: শনিবার ভোট,শুক্রবার থেকেই বাসের দেখা নেই কলকাতায়, শুধুই কী নেপথ্যে ভোটের হাত, নাকি অন্য কারণ?

Private bus
Private bus

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাত পোহালেই সপ্তম তথা শেষ দফার ভোট। এ দফায় ভোট হবে কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলার ৯টি আসনে। ভোটকে ঘিরে প্রশাসনের অন্দরে যুদ্ধকালীন তৎপরতা। ভোটের কাজের জন্য গত বুধবার থেকেই তুলে নেওয়া হয়েছে একাধিক বাস।

ফলে ২৯ মে থেকেই শহর কলকাতায় কমছিল বাসের সংখ্যা। শুক্রবার সকাল থেকে রাস্তায় বাস প্রায় নেই বললেই চলে।  ধর্মতলা, উল্টোডাঙা, রুবি, রাসবিহারী-সহ শহরের প্রধান কেন্দ্রগুলিতে সকাল থেকেই বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গিয়েছে নিত্যযাত্রীদের। হাতে গোনা যে কটি বাস শহরে চলছে, এদিন দুপুরের পর থেকে তাও চলবে কিনা সন্দেহ। বিশেষত, মিনিবাসের দেখা নেই শহরের রাস্তায়।

শুক্রবার পৌনে ১২টা নাগাদ রুবি মুখী একটি সরকারি বাসের কনডাক্টর জানালেন, "রুবিতে যাত্রীদের নামিয়ে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে রিপোর্টিং করতে হবে। আপাতত ৪ তারিখ পর্যন্ত ভোটের কাজেই আমরা ব্যস্ত থাকব।"

শনিবার ভোট হবে কলকাতা উত্তর ও দক্ষিণ, বারাসত, বসিরহাট, দমদম, যাদবপুর, ডায়মন্ডহারবার, মথুরাপুর এবং জয়নগর। সূত্রের খবর, শেষ দফার ভোটকে ঘিরে  কলকাতা থেকে প্রায় দেড় হাজার বাস মিনি বাস তুলে নেওয়া হয়েছে বলে খবর। ফলে রাস্তায় বেরিযে নাকাল হতে হচ্ছে নিত্য যাত্রীদের। বাস কমে যাওয়ায় ভিড় বেড়েছে ট্রেন, মেট্রো এবং লঞ্চে।

তবে অনেকের গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে ভরসা কেবল বাস ও অটো। মূলত, তাঁরাই বেশি সমস্যায় পড়েছেন। 

ভোটকে ঘিরে অশান্তির আশঙ্কায় শুক্রবার থেকেই শহরে কমেছে অটোর সংখ্যাও। শনিবার আদৌ শহরের রাস্তায় নিত্যযাত্রীদের জন্য অটো চলবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। ফলে প্রতিবারের মতো এবারেও ভোটের শহরে বাস-অটোর অনুপস্থিতিতে চরম দুর্ভোগে যাত্রী সাধারণ। ৪ জুন রয়েছে গণনা। তার আগে বাস-অটো চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভবনা নেই বললেই চলে।


You might also like!