kolkata

4 weeks ago

R.G.Kar Medical College Hospital : আরজিকর কাণ্ডে ৬ প্রশ্নে উত্তর খুঁজছে সিবিআই! তবে করা গোড়ায় গলদ?

R.G.Kar Medical College Hospital
R.G.Kar Medical College Hospital

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত তিলোত্তমা। অপরাধীদের শাস্তির দাবীতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা থেকে শুরু করে গোটা রাজ্য। ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে সিবিআই।

গতকাল দিল্লি থেকে কলকাতায় উড়ে এসেছেন ২৫ সদস্যের সিবিআই টিম। এরই মাঝে সিজিও কমপ্লেক্সে বৈঠক হয় স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের। এই বৈঠকে ছিলেন স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি। খুনের মোটিভ খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা থেকে শুরু করে কার গাফিলতি ছিল সেটাও খুঁজে দেখছেন সিবিআই অফিসাররা।

আরজি কর কাণ্ডে ৬টি বিষয়ের উপর ফোকাস করেছে সিবিআই। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ৬টি বিষয়ের উপর তদন্ত করেই আসল তথ্য বের করতে চাইছেন সিবিআই গোয়েন্দারা। এই ৬টি বিষয় হল-এক, তরুণী চিকিৎসক একজনের দ্বারা নাকি একাধিকজনের দ্বারা ধর্ষিতা হয়েছেন? দুই, অভিযুক্ত সঞ্জয় রায় কি সিভিক ভলান্টিয়ার ছিল তখনও? তিন, এই ঘটনার পর প্রমাণ লোপাট করা হয়েছে কিনা? চার, কেন খুনকে প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল? পাঁচ, হাসপাতাল কর্তৃপক্ষ কি এই ঘটনায় জড়িত এবং ছয়, চিকিৎসকের খুনের পর সকালে কেন পুলিশকে খবর দেওয়া হল?‌ এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই।

You might also like!