kolkata

4 months ago

Buses disappear road: রাস্তা থেকে বাস উধাও, অন্ধের যষ্ঠি মেট্রো আর ট্রেন

Buses disappear from the road, subways and trains go blind
Buses disappear from the road, subways and trains go blind

 

কলকাতা, ১ জুন: ঠা ঠা রোদে দক্ষিণ কলকাতার ব্যস্ততম চারমাথার মোড়ে বাস কার্যত নেই বললেই চলে। গোটা শহরেরই প্রায় এই দশা। তবে, অসহায়ের সহায় ছিল মেট্রো আর ট্রেন।

দক্ষিণ কলকাতায় ভোটের প্রভাব প্রায় সর্বাত্মক। হাজরা, গড়িয়াহাট, গোলপার্ক, কসবায় দুপুর গড়াতেই আর লোকজনের দেখা নেই। গড়িয়াহাট মোড়ের চেনা ছবির বিন্দুমাত্রও নেই আজ। হকাররা ঝাঁপ ফেলে রেখেছেন, বড় বিপণিরও শাটার নামানো। রাসবিহারী অ্যাভিনিউ, গড়িয়াহাট রোড, ফার্ন রোড, হিন্দুস্তান রোড, ম্যান্ডেভিল গার্ডেনস কার্যত শুনশান। শুধু যে সব স্কুলে বুথ হয়েছে, তার সামনেই ভোটারদের লাইন দেখা যাচ্ছে। মোটের ওপর দক্ষিণ কলকাতা অন্তত দুপুর অবধি শান্ত, নিস্তরঙ্গ।

হাজরার দিকে রাস্তার ধার ধরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে রুটের বাস। গড়িয়াহাটের দিকের অটো স্ট্যান্ড খালি। গাড়ি হাতেগোনা। লেক মার্কেটের দিকে রাসবিহারী অ্যাভিনিউকে দেখলে মনে হবে, ইঁট পেতে সাতজনের গলি ক্রিকেট খেলা যাবে! দোকানের ঝাঁপ ফেলা। শাটার নামানো রয়েছে লেক মলের।

দুপুর উত্তরে দেখা গেল, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যেন ধর্মঘট ডাকা হয়েছে। বাস প্রায় নেই। গাড়ি, বাইকও অল্প। যদিও সতর্ক প্রহরায় রয়েছে কলকাতা পুলিশের তিনটি টহলদারি গাড়ি। আরও উত্তরে দমদম, নাগেরবাজার, বাঙ্গুরের একাধিক দোকানের ঝাঁপ বন্ধ। যশোহর রোডে নাগেরবাজার, বাঙ্গুর, ডায়মন্ড প্লাজা এলাকার ব্যস্ত অংশে বাস কার্যত হাতে গোনা। তবে রাস্তায় রয়েছে অটো।

লেকটাউন, বাগুইআটি, দমদম স্টেশন ইত্যাদি সব রুটেই পর্যাপ্ত পরিষেবা দিচ্ছেন অটোচালকরা। বাঙ্গুর থেকে বেলগাছিয়া মেট্রো রুটের এক অটোচালক জানালেন, দুপুরে খানিক বিরতির পর সন্ধ্যে থেকেও পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করবেন তাঁরা।

নিত্যযাত্রীদের ভোগান্তি এড়াতে আজ একমাত্র সহায় হয়ে দাঁড়ায় মেট্রো। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আগেই জানিয়েছিলেন, ভোটের দিন স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা। তবে শনিবার হওয়ার কারণে আজ রাত ১১ টার মেট্রো চালানো হবে না। সাধারণ সময়সূচি মেনেই রাত ৯.৪০ মিনিটে দমদম ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.২৮ মিনিটে। কিন্তু যাত্রীর অভাবে মাছি তাড়িয়েছে মেট্রো। বেলা গড়াতেই দেখা গেল, ট্রেন প্রায় খালি। উত্তর-দক্ষিণ লাইনের মতোই ফাঁকা ট্রেন চলেছে ইস্ট-ওয়েস্ট লাইনে। একইভাবে, শহরতলিতে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে লোকাল ট্রেন।


You might also like!