kolkata

3 months ago

Disabled cricketer beaten:বিজেপি করায় প্রতিবন্ধী ক্রিকেটারকে মারধর?বরানগরে অভিযুক্ত তৃণমূল

Disabled cricketer Kamal Sarkar
Disabled cricketer Kamal Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাতের অন্ধকারে জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠল বরাহনগরে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের লোকজন মারধর করে বরাহনগরের নর্দান পার্কের বাসিন্দা প্রতিবন্ধী ক্রিকেটার কমল সরকার ওরফে কাজুকে। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি। । আক্রান্ত কমল সরকার জাতীয় স্তরের একজন ক্রিকেট খেলোয়াড়ও । ঘটনার পর থেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরতে পারছেন না তিনি । বিজেপি করার অপরাধে তাঁকে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের হাতে আক্রান্ত হতে হয়েছে বলে দাবি কমলের । যদিও অভিযুক্ত কাউন্সিলরের এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে বিষয়টি ভালোভাবে নেননি স্থানীয় শাসকদলের নেতারা । অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে, সম্প্রতি বরানগরে দলের এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন বরানগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নর্দান পার্কের বাসিন্দা কমল । অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার সময় বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোর অনুগামীরা তাঁকে উত্ত্যক্ত করে । এর জেরে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা ক্রমশ ধাক্কাধাক্কির রূপ নেয় । তাঁকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন কাজু । প্রতিবাদ করতেই তৃণমূল কাউন্সিলর শান্তনু এসে তাঁকে মারধর করেন বলে অভিযোগ ।

ঘটনায় রীতিমতো আতঙ্কিত আক্রান্ত বিজেপি কর্মী । বিজেপি কর্মী-সমর্থক কমল বলেন, "কেন যে আক্রান্ত হলাম, আমি নিজেও বুঝতে পারছি না । রাতে বাড়ি ফিরছিলাম । গলির মোড়ে মেজোর অনুগামীরা আমাকে উত্ত্যক্ত করতে শুরু করেন । ওঁদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ি । ধাক্কাধাক্কি হয় । হঠাৎ কিছুই না জেনেশুনে মেজো আমাকে মারতে আরম্ভ করলেন । ঘটনায় আমি অত্যন্ত আতঙ্কিত ! কোনও দিন ভাবতে পারিনি মেজো আমার গায়ে হাত দেবেন !"

সূত্রের খবর, কমল এলাকায় বিজেপি করলেও তাঁর স্ত্রী কিন্তু ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে জড়িত । ফলে ঘটনাটি এক অন‍্য মাত্রা নিয়েছে । এদিকে মারধরের ঘটনাকে সমর্থন করেনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব । এই বিষয়ে বরানগর পৌরসভার চেয়ারম্যান ইন-কাউন্সিল অঞ্জন পাল বলেন, "কমলকে আমি চিনি । 14 নম্বর ওয়ার্ডে ওঁর স্ত্রী তৃণমূলের সঙ্গে যুক্ত । কমল শুনলাম বিজেপি করছিলেন । বিজেপি করলেই তাঁকে মারতে হবে, এরকম মানসিকতা তৃণমূলের নেই । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা পাঠাচ্ছেন, কোনও অবস্থাতেই সাধারণ মানুষের সঙ্গে অসহযোগিতা করা যাবে না । কারও ওপর যেন অত্যাচার না হয় । আমাদের মতো স্থানীয় স্তরের নেতৃত্বকে অবশ্যই সংযত থাকতে হবে । কী হয়েছে আমার জানা নেই। তবে আমাদের কাউন্সিলার শান্তনুর সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে কথা বলব । বিষয়টি জানার চেষ্টা করব ।"

অন‍্যদিকে, বৃহস্পতিবার ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বরানগর থানায় মারধরের অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার । সেই অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়নি । পুলিশের কথায়, "সবদিক খতিয়ে দেখার পরই এনিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে ।"


You might also like!