kolkata

4 months ago

Kolkata News: পায়ুদ্বারে ১ কেজি সোনা! ভিনরাজ্যে ধৃত কলকাতার এয়ার হস্টেস

Air Hostes (Symbolic Picture)
Air Hostes (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পায়ুদ্বারের মধ্য়ে সোনা লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন এক বিমানসেবিকা। সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিমানসেবিকাকে। কন্নুর বিমানবন্দরে তিনি ২৮ মে নেমেছিলেন। ডিআরআই-এর কাছে বিষয়টি নিয়ে খবর পৌঁছেছিল। তারপরই ওই বিমান সেবিকাকে আটকায় ডিআরআই।

প্রসঙ্গত, বিমান সংস্থার পোশাকে গটগট হেঁটে যাচ্ছিলেন। পেশায় তিনি বিমানসেবিকা বলে কথা! যাত্রীদের চেকিং হলেও তাঁকে কখনও এক মুহূর্তের জন্যও লাইনে দাঁড়াতে হয়নি। ভেবেছিলেন এটাই তো সুযোগ! তবে কপাল খারাপ! দূর থেকে দেখে বোঝার উপায় না থাকলেও বিমানবন্দর আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের চোখ এড়িয়ে যেতে পারলেন না। তল্লাশি চলল আলাদা ঘরে ডেকে। আর তাতে যা বেরিয়ে এল তা দেখে চোখ কপালে উঠল পুলিশ থেকে শুরু করে উপস্থিত সকলের। বিমানসেবিকার পায়ুদ্বার থেকে উদ্ধার হল তাল তাল সোনা। দুই-পাঁচগ্রাম সোনা নয় উদ্ধার হয় প্রায় এক কেজি সোনা। অভিযোগ, পায়ুদ্বারের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করছিলেন বিমানসেবিকা। তবে তাঁর সেই চেষ্টা বিফলেই যায়। গ্রেফতার করা হয় ওই বিমানসেবিকাকে।

জানা গিয়েছে, আগে থেকেই ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের কাছে গোপন সূত্র মারফত খবর পৌঁছেছিল যে মাসকট থেকে কন্নুরে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছে। এই কাজে এক বিমানসেবিকা যুক্ত রয়েছেন। গোপন সূত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোচি বিমানবন্দরে গত ২৮ মে ওঁত পেতে বসেছিলেন DRI আধিকারিকরা। তল্লাশি চালিয়ে সুরভি খাতুন নামে ওই বিমানসেবিকার পায়ুদ্বার থেকে উদ্ধার হয়েছে ৯৬০ গ্রাম সোনা। জানা গিয়েছে সুরভি কলকাতার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের পর বিমানসেবিকাকে পেশ করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে। কন্নুরের মহিলা জেলে ১৪ দিনের হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

এর আগে যাত্রীদের বিরুদ্ধে একাধিকবার সোনা পাচারের অভিযোগ প্রকাশ্যে এসেছে। তাঁদেরকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে এবার সোনা পাচারের অভিযোগ উঠল বিমানসেবিকার বিরুদ্ধেও। বিদেশে এমন ঘটনা আগে ঘটলেও ভারতে এই প্রথম কোনও উড়ান সংস্থার ক্রু সদস্যকে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হল। তদন্তে আরও জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও ওই বিমানসেবিকা একাধিকবার এভাবেই সোনা পাচার করেছিলেন। তদন্তে জানা গিয়েছে, সুরভি কেরলের একটি সোনা পাচার গ্যাংয়ের সঙ্গে জড়িত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে উড়ান সংস্থার তরফে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেনি উড়ান সংস্থা-। প্রসঙ্গত, ৩৫ লাখ টাকার সোনা-সহ দিল্লি বিমানবন্দরে বুধবার গ্রেফতার করা হয় কংগ্রেস সাংসদ শশী থারুরের প্রাক্তন আপ্তসহায়ককে। বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০০ গ্রাম সোনাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

You might also like!