Jharkhand

1 year ago

ata-Hatia Memu passenger train:টাটা-হাতিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে আগুন! আতঙ্কে নেমে পড়লেন যাত্রীরা

Fire broke out on the engine of Tata-Hatia Memu passenger train, creating panic among the passengers
Fire broke out on the engine of Tata-Hatia Memu passenger train, creating panic among the passengers

 

চান্ডিল (সরাইকেলা), ৫ ডিসেম্বর : ঝাড়খণ্ডের সরাইকেলা খারসাওয়ান জেলার চান্ডিল মহকুমার রাঁচি-মুরি রেলওয়ে সেকশনের লেটেমদা রেলওয়ে স্টেশনে আগুন ধরে গেল টাটা-হাতিয়া মেমু যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে। ট্রেনে আগুন লাগার খবর পেয়ে মঙ্গলবার সকালে লেটেমদা রেলস্টেশনে কিছুক্ষণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আতঙ্কে যাত্রীয়রা ট্রেন থেকে নেমে পড়েন। ঘটনার খবর পেয়ে রেল কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকাল ৭.৩৪ মিনিট নাগাদ টাটা-রাঁচি মেমু প্যাসেঞ্জার ট্রেনটি লেটেমদা রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল। স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন দেখতে পান, ইঞ্জিনে আগুন লেগেছে। এরপরই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রেল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর, প্রায় ৩০ মিনিট পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।


You might also like!