Jharkhand

1 year ago

Hemant Soren:হেমন্ত সোরেনকে ফের ডেকে পাঠাল ইডি, জমি দুর্নীতি মামলায় ১২ ডিসেম্বর তলব

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ১১ ডিসেম্বর : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় ১২ ডিসেম্বর, মঙ্গলবার তলব করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেমন্ত সোরেনকে ১২ ডিসেম্বর রাঁচিতে ইডি-র দফতরে ডেকে পাঠানো হয়েছে।

সোমবার ইডি সূত্রে জানা গিয়েছে, ১১ ডিসেম্বর রাঁচিতে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় তাঁকে সমন পাঠানো হয়েছে। এই সমনের প্রেক্ষিতে হেমন্ত সোরেন অথবা তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


You might also like!