Horoscope

5 months ago

Horoscope:বদলে যাচ্ছে গ্রহ-নক্ষত্রের অবস্থান, হচ্ছে রাশি বদল! পড়ুন রাশিফল

Horoscope
Horoscope

 

মেষ: প্রেমের জীবনে হয়তো একটু সমস্যা দেখা দিতে পারে, কেননা আপনার প্রণয়ীর সঙ্গে মতবিরোধের ইঙ্গিত আছে। আপনার কটূ কথার জন্য হয়তো আপনার প্রণয়ী দুঃখ পাবেন। আপনার একগুঁয়ে স্বভাবের ওপর নিয়ন্ত্রণ আনুন, নয়তো ভবিষ্যতে এনিয়ে আফসোস করতে হবে। আর্থিক ক্ষেত্রে ছোট বা বড় কেনাকাটা এড়ানোর চেষ্টা করুন। যদি একান্তই আবশ্যক হয় তাহলে অন্যদের পরামর্শ শুনে চলুন ও পরিমাণের থেকে গুণগত মানের ওপরে বেশি গুরুত্ব দিন। স্বাস্থ্যগত সমস্যা হয়তো কর্মক্ষমতায় প্রভাব ফেলবে। নিত্যনৈমিত্তিক কাজগুলি করার সময় সজাগ থাকুন ও নিজের মেজাজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন।


বৃষ: আজ বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে নিশ্চিত করতে হবে যাতে ভুল বোঝাবুঝি বা মতামতের পার্থক্য আপনাদের মাঝে কোনওরকম ব্যবধান তৈরি করতে না-পারে। যদি তা ঘটেও, তাহলে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলে সমস্যা দূর করুন। হতে পারে আপনি নিজের ধারণা ও অনুভূতি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন।


মিথুন: আপনার সংবেদনশীল প্রকৃতি বর্তমানে সম্মুখীন হওয়া অনেক সমস্যার কারণ হতে পারে। সুতরাং যে কোনও পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর সময় নিজের অনুভূতিগুলি সংযত রাখার চেষ্টা করুন। সাংসারিক ব্যাপারে নিজেকে জড়িত রাখবেন এবং পরিবারের সঙ্গে সময় কাটান। সব মিলিয়ে আজ প্রগতিমূলক দিন আপনার।


কর্কট: কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় কোনও সিদ্ধান্ত নেবেন না, পরে অনুতাপ করতে হতে পারে। নতুন জায়গায় ট্রান্সফার হওয়া বা বাড়িতে শুভকাজ সম্পন্ন হওয়ার ইঙ্গিত আছে। নতুন পরিকল্পনা বা জীবনের নতুন পর্যায় শুরু করার জন্য এটা খুব ভালো দিন।


সিংহ: পুরনো বন্ধুত্ব নতুন করে ফিরিয়ে আনার এটাই সেরা সময়। কিন্তু বর্তমানের সম্পর্কগুলিকে উপেক্ষা করবেন না, তাহলে সেখানে মতবিরোধ দেখা দেবে। সম্পর্কের আগুন প্রজ্জ্বলিত রাখার জন্য আপনার প্রিয়জনকে জায়গা ও সময় দুইই দিন। আর্থিক দিক থেকে হয়তো আজকের দিনটি বিরাট কিছু হবে না, অল্প আয়ের কারণে অর্থের প্রবাহ একইরকম থাকবে। কর্মক্ষেত্রে অগ্রজদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। যাই হোক, আপনি যদি মামুলি সমস্যাগুলির দিকে নজর দেন তাহলে ভাগ্য প্রসন্ন হতে পারে।


কন্যা: প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সন্ধ্যা কাটানোর ফলে আপনি মনের কথা উজাড় করার সুযোগ পাবেন। চিন্তাভাবনায় স্পষ্টতা আসবে ও আপনার সঙ্গী হয়তো জীবন সম্বন্ধে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। আপনার আর্থিক কৌশলের ত্রুটিগুলি আপনি সনাক্ত ও সংশোধন করতে পারবেন, ফলে উপার্জন সন্তোষজনক হবে। পেশার ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকবে। সৃজনশীল মস্তিস্ক ব্যাবসায়ীদের ব্যবসার উন্নতিতে সাহায্য করবে। অন্যদের মতামতের দিকে মনোযোগ দিলে একটি সংহত পরিকল্পনা তুলে ধরতে পারবেন যা শুনতে বেশি ভালো লাগবে।


তুলা: প্রেমের জীবনে মামুলি বিষয় নিয়ে ছোটখাট ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিক হয়ে যাবে এবং আপনি মসৃণ একটি সম্পর্কের দিকে এগোবেন। আর্থিক ক্ষেত্রে নক্ষত্র আপনার সহায় থাকতে পারে, কেননা পুরনো কিছু বিনিয়োগ ভালো ফল আনা শুরু করতে পারে। যদিও, পেশার ক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহার না-করার ফলে কাজ মসৃণভাবে নাও এগোতে পারে। কোনও ওয়ার্কশপ বা আলোচনাসভায় অংশগ্রহণ করলে আপনার পেশার ক্ষেত্রে নতুন কিছু শিখতে সাহায্য হতে পারে।


বৃশ্চিক: প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনার কাছে সবথেকে বেশি প্রাধান্য পেলেও আপনার সঙ্গীর হয়তো সম্পর্কটিকে নিয়ে ভাবার জন্য কিছু সময় ও দূরত্বের প্রয়োজন হতে পারে। আপনার সঙ্গীর ওপরে কোনও কিছু চাপিয়ে দেবেন না। সম্পর্কটিতে প্রাণসঞ্চার করা জন্য আনন্দদায়ক কিছু করুন। আজকের দিনে আপনি হয়তো অর্থচিন্তায় মগ্ন থাকবেন। কিন্তু আর্থিক বিষয়ে সাফল্য পাওয়ার জন্য আর্থিক প্রোফাইল তৈরি করা আবশ্যক হয়ে পড়বে। কাজের জায়গায় আপনি হয়তো সম্পূর্ণ উদ্দীপ্ত থাকবেন, যাই হোক না-কেন, সৎ থাকুন, তাহলে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন।


ধনু: এক অন্যকে দোষারোপ করার বদলে প্রিয়জনেক বিশ্বাস করা বেশি ভালো। আপনার সঙ্গীকে বোঝার ক্ষেত্রে ধৈর্য্যই মূল চাবিকাঠি। আপনার অপব্যয়ী স্বভাবের জন্য আজ আপনি আর্থিকভাবে দুর্বল থাকবেন। আবেগতাড়িত হয়ে আপনি হয়তো প্রত্যাশার থেকে বেশি খরচ করে ফেলবেন। নক্ষত্রের প্রভাবে আপনার ইতিবাচক চিন্তাভাবনায় বাধা আসতে পারে, তাই কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। চাপের মধ্যে কাজ করতে শিখুন, দায়িত্বশীল হন ও আজকে কোনওভাবেই নিস্ফল কাজের পিছনে ছুটবেন না।


মকর: আজ আপনার আবেগ এতই কম থাকবে যে প্রেম ও রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটি ঘটনাবিহীন কাটোবে। আপনার প্রেমিকা হয়তো আপনাকে মুগ্ধ করার চেষ্টা করবেন, কিন্তু আপনাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হবেন। ব্যবসায়ীরা নেটওয়ার্কিং-এর মাধ্যমে তাদের বৃত্ত বড় করবেন। ফলদায়ক উদ্দেশ্যর জন্য ভালো সম্পর্ক স্থাপন করার বিষয়টি আপনার মনোযোগ পাবে এবং আজকের দিনটি আপনি সেই লক্ষ্যেই কাটাবেন। কর্মক্ষেত্রে কথার বুঝেশুনে কথা বলতে শিখুন, কেননা যাই বলবেন তা থেকেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জমে থাকা কাজগুলি করুন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার যায়।


কুম্ভ: প্রেমের ক্ষেত্রে কিছু কিছু পরিস্থিতিতে আপনাকে আত্মত্যাগ করতে হবে। সমঝোতাই সুখের মূল চাবিকাঠি! সম্পর্ককে উজ্জীবিত করতে সঙ্গীর সঙ্গে দায়িত্ব ভাগ করে নিন। ভবিষ্যতের উপার্জনের জন্য ভিত্তি স্থাপন করার ক্ষেত্রে আজ একটি শুভ দিন। আপনি কাজের প্রতি সমর্পিত থাকবেন ও ব্যবসায় যুক্ত থাকলে মক্কেলদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করুন। দাম্ভিক ভাব দেখানো ও কর্মক্ষেত্রে পরিবর্তন আনার পরামর্শ এদয়া এড়িয়ে চলুন। ঊর্ধ্বতনদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়বেন না।


মীন: আপনি হয়তো প্রেয়সীর সঙ্গে সন্ধ্যাটি কাটাতে চাইবেন। আপনার মিষ্টি স্বভাব আপনার সঙ্গীর মন জয় করে নেবে। বাস্তববাদী মানসিকতার সাহায্যে আপনি সমস্যাগুলি সামলাতে পারবেন, ফলে ভালোবাসা ও রোমান্সের জন্য আজ ভালো দিন। ব্যবসার ক্ষেত্রে যারা সম্পত্তি বিষয়ক লেনদেন করেন, তারা প্রশংসা পেতে পারেন। আজকের দিনে লাভের ইঙ্গিত আছে। কর্মক্ষেত্রে আপনি আজ একসঙ্গে বহু কাজ করায় লিপ্ত থাকবেন। আজকে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। কিন্তু আপনাকে কাজের মানের দিকে নজর দিতে হবে।


You might also like!