Game

1 month ago

Paris olympics 2024 : পদক টেবিলে ভারত ৭১–তম স্থানে, শীর্ষে আমেরিকা

America gold medal (symbolic picture)
America gold medal (symbolic picture)

 

প্যারিস, ১২ আগস্ট : আমেরিকা এবং চিন দুটি দেশই ৪০টি করে সোনার পদক পেয়েছে। আমেরিকা ১২৬টি পদক নিয়ে শীর্ষ স্থানে রয়েছে। চিন পেয়েছে ৯১ টি পদক। প্যারিসে ভারত ৬ টি পদক নিয়ে ৭১–তম স্থানে রয়েছে। মহিলাদের ৫০ কেজি কুস্তির ফাইনালে পৌঁছে যাওয়া ভিনেশ ফোগাটের মামলা আদালতে উঠেছে। মামলার ফল যদি ভিনেশের দিকে আসে তাহলে ভারত তাদের তালিকায় আরও একটি পদক যোগ করতে পারে।

উল্লেখ্য, ফাইনালের দিন ওয়েট-ইন চলাকালীন ১০০ গ্রাম বেশি ওজনের কারণে ভিনেশকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এবার ভারতের চেয়ে পাকিস্তান তালিকায়(৬২তম) কিছুটা ওপরের দিকে আছে। কারণ ৪৪ বছরের মধ্যে অলিম্পিক গেমসে তারা প্রথম সোনার পদক জিতেছে। আরশাদ নাদিম পুরুষদের জ্যাভলিন ফাইনালে পডিয়ামের শীর্ষে উঠেছিলেন। জাপান ২০টি সোনা সহ ৪৫ টি পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অস্ট্রেলিয়া ১৮ টি সোনা জিতে শীর্ষ চারে রয়েছে। স্বাগতিক ফ্রান্স ১৬ টি সোনা জিতে শীর্ষ ৫ পূর্ণ করেছে। নেদারল্যান্ড ১৬ টি সোনা জিতে রয়েছে ষষ্ঠ স্থানে। গ্রেট ব্রিটেন ১৪ টি সোনা জিতে রয়েছে সপ্তম স্থানে।রিপাবলিক অফ কোরিয়া ১৩ টি সোনা জিতে রয়েছে অষ্টম স্থানে। ইতালি রয়েছে নবম স্থানে, তারা পেয়েছে ১২ টি সোনা আর দশম স্থানে রয়েছে জার্মানি,তারা পেয়েছে ১২ টি সোনা। ইতালি ও জার্মানি ১২ টি করে সোনা পেলেও মোট পদক তালিকায় এগিয়ে রয়েছে ইতালি। সর্বমোট ইতালি পেয়েছে ৪০ টি পদক আর জার্মানি পেয়েছে ৩৩ টি পদক।

You might also like!