Game

10 hours ago

Sailen Manna: ‍বৃহস্পতিবার শৈলেন মান্নার প্রয়াণদিবস

Sailen Manna
Sailen Manna

 

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : শৈলেন মান্না। ভারতীয় ফুটবলের কিংবদন্তি। বৃহস্পতিবার তাঁর মৃত্যুদিন। সুদীর্ঘ দুই দশক কলকাতা ময়দানে দাপটে ফুটবল খেলেছেন। মোহনবাগানেই খেলেছেন উনিশ বছর। ৪০-এর দশক থেকে ৬০-এর দশক পর্যন্ত মোহনবাগান ক্লাব ও পরে কিছুদিন ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন। ১৯৪১ সালে হাওড়া ইউনিয়ন ক্লাবের হয়ে তার খেলোয়াড় জীবন শুরু হয়। ১৯৪৮ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বাংলা ফুটবল দলের এবং একসাথে ভারতের ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত ১৯৫১ সালের এশিয়াডে ফুটবলে স্বর্ণপদক পায়৷ ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে ফ্রান্সের কাছে ভারত ২–১ গোলে হেরেছিল। ওই খেলায় তিনি একটি পেনাল্টি মিস করেন। ১৯৬০ সালে ফুটবল থেকে অবসর নেন৷ ফুটবল থেকে বিদায় নিয়ে তিনি জড়িয়ে পড়েছিলেন ফুটবলারদের সেবায়। সেজন্য তিনি ছিলেন সবার কাছে মান্নাদা। তিনি পদ্মশ্রী,বঙ্গবিভূষণ (২০১১), ভারতীয় ফুটবলরত্ন, মোহনবাগানরত্ন, ইত্যাদি নানা পুরস্কাবে ভুষিত হন।

You might also like!