Game

4 months ago

Man City: আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাস

The title was once again in the hands of Man City, history was made
The title was once again in the hands of Man City, history was made

 

ম্যানচেস্টার, ২০ মে: ইংলিশ প্রিমিয়ার লিগে একটা উৎকণ্ঠা ছিল কে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। অপেক্ষায় ছিল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল সমর্থকরা। শেষ পর্যন্ত রবিবার ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে হারিয়ে টানা চতুর্থবারের মতো শিরোপা জিতে নিল গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে যেমন হারল ম্যানচেস্টার সিটি তেমনি শিরোপার দৌড়ে থাকা আর্সেনালও এভারটনকে হারাল ২-১ গোলে। তবে আর্সেনালের এই জয়ে কোন লাভ হয়নি। ম্যান সিটি যদি ওয়েস্ট হ্যামের বিপক্ষে হেরে যেত বা ড্র করত, আর আর্সেনাল যদি জয় পেত তাহলে নাটকীয় ভাবে শিরোপা জয় করে নিত আর্সোনাল।

টানা চারবার লিগ শিরোপা জিতে ইতিহাস গড়ল পেপ গার্দিওলার দল। ইংল্যান্ডের শীর্ষস্তরের কোন দল এই প্রথমবার টানা চারবার শিরোপা জয় করল। সিটিজেনদের হয়ে এদিন গোল দুটি করেন ফিল ফোডেন। যিনি এবার প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর গানারদের হয়ে গোল করেন তোমিয়াসু ও হাভার্টজ।


You might also like!