Game

4 months ago

FIFA: আজ থেকে ফিফা বর্ণবাদ থামাতে ২১১ দেশের সমন্বয়ে সারা বিশ্বে ৫টি স্তম্ভ বসাচ্ছে

FIFA is putting together 211 countries to put together 5 pillars around the world to stop racism
FIFA is putting together 211 countries to put together 5 pillars around the world to stop racism

 

ব্যাংকক, ১৮ মে: কয়েক বছর ধরেই ফুটবলে মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ণবাদ। আজ ব্যাংককে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে বেশ গুরুত্ব পেয়েছে বর্ণবাদ ইস্যু। আর ফুটবল আইনে বর্ণবাদকে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করার কথা ভাবছে ফিফা।

শাস্তি বাধ্যতামূলক করার পাশাপাশি প্রয়োজনে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়ার কথাও হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বর্ণবাদ থামাতে ২১১ দেশের সমন্বয়ে আজ থেকে সারা বিশ্বে আমরা ৫টি স্তম্ভ ঠিক করেছি, যা বর্ণবাদ থামাতে পারবে। তবে এ অন্ধকার দূর করতে আমরা কোনো মোমবাতি জ্বালাবো না। এর চেয়েও বড় কিছুর পরিকল্পনা। আমরা বিশাল আলো জ্বালাতে চাই, যা সারা পৃথিবীকে আলোকিত করবে।’


You might also like!