Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Game

1 month ago

Spanish Football: লা লিগার মরসুম সেরা রাফিনিয়া

Raphinha, the best player of the season in La Liga
Raphinha, the best player of the season in La Liga

 

বার্সেলোনা, ৭ জুন : মরসুম জুড়ে ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যানস করা রাফিনিয়া যিনি বার্সেলোনার তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি এবারের লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। আর অবিশ্বাস্য সব পারফরম্যানস উপহার দিয়ে আসরের সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার পেয়েছেন কাতালান ক্লাবটির তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। লা লিগা কর্তৃপক্ষ শুক্রবার এই মরসুমের দুই সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচ খেলে ৩৪ গোল করেন রাফিনিয়া। পাশাপাশি সতীর্থদের ২৫টি গোলে রাখেন অবদান। ২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সিলোনা যোগ দেন রাফিনিয়া। প্রথম দুই মরসুমে এখানে তাকে ভুগতে হলেও, ২০২৪-২৫ মরসুমে কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে নিজেকে সেরারূপে মেলে ধরেন তিনি। সম্প্রতি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। আর ১৭ বছর বয়সী ইয়ামাল তো নিজেকে এরই মধ্যে তুলে নিয়েছেন নতুন উচ্চতায়। ধারাবাহিকভাবে দেখিয়েছেন পায়ের জাদু, মাঠে নামলেই প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন ভয়ঙ্কর। স্প্যানিশ এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন, সতীর্থদের ২৫ গোলে রেখেছেন অবদান। এবারের ব্যালন দ’র জয়ের সম্ভাবনায়ও তাকে এগিয়ে রাখছেন অনেকে।

You might also like!