Game

2 months ago

UEFA punished 7 countries:ইউরোয় সমর্থকদের বর্ণবাদী স্লোগান, ৭টি দেশকে শাস্তি দিল উয়েফা

UEFA punished 7 countries
UEFA punished 7 countries

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউরো কাপে সমর্থকদের বর্ণবাদী স্লোগানের জন্য ৭টি দেশকে শাস্তি দিল উয়েফা। শাস্তির মুখে পড়েছে- সার্বিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া। তবে কোন স্লোগান বা কোন ঘটনার পরিপেক্ষিতে জরিমানা করা হয়েছে তা উয়েফা স্পষ্ট করে বলেনি।

তবে বড় শাস্তির মুখে পড়েছে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়া। ক্রোয়েশিয়াকে ৫০ হাজার ইউরো জরিমানার পাশাপাশি তাদের ফেডারেশনকে পরবর্তী উয়েফা অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধজ্ঞা দিয়েছে। আর অস্ট্রিয়াকে ২০ হাজার ইউরো জরিমানা করার পাশাপাশি তাদের ফুটবল ফেডারেশনকে দুই বছরের জন্য উয়েফার অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধজ্ঞা দিয়েছে। আর আলবেনিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া ও হাঙ্গেরিকেও সামান্য আর্থিক জরিমানার সঙ্গে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইউরোর ১৭টি ম্যাচে বর্ণবাদী স্লোগান শোনা যাওয়ার পর উয়েফা জানিয়েছিল, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে।

You might also like!