Game

2 months ago

PV Sindhu and Sharath Kamal : প্যারিস অলিম্পিক ২০২৪: পিভি সিন্ধু, শরথ কামাল ভারতের পতাকা বাহক হবেন

PV Sindhu and Sharath Kamal (symbolic picture)
PV Sindhu and Sharath Kamal (symbolic picture)

 

নয়াদিল্লি, ৯ জুলাই ঃ লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদক বিজয়ী শ্যুটার গগন নারাং প্যারিস অলিম্পিকে ভারতের শেফ-ডি-মিশন হিসাবে মেরি কমের স্থলাভিষিক্ত হয়েছেন। আর উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা পতাকা বাহক হবেন শাটলার পিভি সিন্ধু। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতি পিটি ঊষা বলেছেন, মেরি কমের পদত্যাগের পরিপ্রেক্ষিতে ডেপুটি সিডিএম পদ থেকে নারাঙ্গের পদোন্নতি হয়েছে। আইওএ আরও ঘোষণা করেছে যে সিন্ধু, ভারতের একমাত্র মহিলা ক্রীড়াবিদ যিনি পরপর অলিম্পিক পদক জিতেছেন, ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে টেবল টেনিস খেলোয়াড় অচন্ত শরথ কমল ভারতীয় দলের পতাকাবাহী হবেন। উষা বলেন, "আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারতের একমাত্র মহিলা যিনি দুটি অলিম্পিক পদক জিতেছেন সেই পিভি সিন্ধু ও টেবিল টেনিস তারকা এ শরথ কমল পতাকাবাহক হিসাবে থাকবেন।

You might also like!