Game

4 months ago

Paris Olympic 2024: প্যারিস অলিম্পিক ২০২৪ : সেইন নদীর উপর উদ্বোধনী অনুষ্ঠানের পরীক্ষা স্থগিত

Paris Olympic 2024 (File Picture)
Paris Olympic 2024 (File Picture)

 

প্যারিস, ১৮ মে: প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা সেইন নদীর উপর। ঠিকঠাক কাজ হয়ে এগিয়ে চলছিল। কিন্তু প্রবল বৃষ্টির কারণে সেই কাজ বন্ধ রাখা হয়েছে। অলিম্পিক কর্তৃপক্ষ জানাচ্ছে, যে নৌকাগুলি ২৭ মে অনুষ্ঠানে ক্রীড়াবিদদের নিয়ে সেইন নদীতে ছয় কিলোমিটার প্যারেড করবে তারই পরীক্ষা-নিরীক্ষা চলছিল। কিন্তু সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে তা স্থগিত করা হয়েছে।

ক্রীড়ার ডেপুটি মেয়র পিয়েরে রাবাদান বলেছেন, “সেইনের প্রবাহ খুব বেশি। তাই কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে আশা করছি ২৬ জুলাইয়ের আগে প্রযুক্তির যাবতীয় কাজ সেরে ফেলতে পারব। তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের ড্রেস রিহার্সাল এখনও ১৭ জুন নির্ধারিত রয়েছে। তাছাড়া সেইন নদী প্যারিস গেমসের একটি কেন্দ্রীয় উপাদান। কারণ এটি উদ্বোধনী অনুষ্ঠান এবং উন্মুক্ত জলে সাঁতার এবং ট্রায়াথলন ইভেন্টের আয়োজন করবে।"


You might also like!