Game

16 hours ago

Asia Cup: এশিয়া কাপ: জয়ের আশা জাগিয়েও ওমান হেরে গেল

Oman loses despite raising hopes of victory
Oman loses despite raising hopes of victory

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:আবু ধাবিতে শুক্রবার ভারতের জয় ২১ রানে। তাদের ১৮৮ রানের জবাবে ওমান করে ১৬৭।টানা তিন জয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করল ভারত।একটা সময় ৯ উইকেট হাতে রেখে ওমানের প্রয়োজন ছিল ১৬ বলে ৪০ রান। কালিম ও হাম্মাদের বিদায়ের পর আশা শেষ হয়ে যায় ওমানের।৪৩ বছর বয়সী কালিম ৪৬ বলে ৬৪ আর ৩৩ বলে ৫১ রান করেন হাম্মাদ। দ্বিতীয় উইকেটে তাদের ৯৩ রানের জুটি আইসিসির পূর্ণ সদস্য কোনও দলের বিপক্ষে ওমানের সর্বোচ্চ।ভারতের হয়ে সঞ্জু স্যামসন ৪৫ বলে ৫৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন। ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা।সুপার ফোরে ভারত রবিবার পাকিস্তানের মুখোমুখি হবে

You might also like!