Country

3 months ago

Sikkim Flood: বাড়ির পথে পর্যটকরা! সিকিমে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ১২৩৭ জনকে

Sikkim Flood (File Picture)
Sikkim Flood (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টানা সাতদিন আটকে থাকার পর অবশেষে রেহাই। বাড়ির পথে রওনা দিলেন সিকিমে আটকে থাকা পর্যটকরা। সোমবার থেকে উদ্ধার কাজ শুরু হয়ে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১২৩৭ পর্যটককে টুং-নাগা-মংগন সড়ক পথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককেই মঙ্গলবার বের করে আনা সম্ভব হয়েছে। সোমবার আবহাওয়রা সামান্য উন্নতি হওয়ায় ৬৫ জন পর্যটককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ লাচুং ও আশপাশের এলাকা থেকে পর্যটকদের সরানোর কাজ শুরু হয়।

লাচুং থেকে চুংথাংয়ের পথে রওয়া হয়েছেন ১০০-২০০ পর্যটক। এখনওল লাচুংয়ে আটকে রয়েছেন বেশ কয়েকজন। বুধবার আবহওয়া ঠিক থাকলে তাঁদের উদ্ধার করা যাবে বলে আশাবাদী প্রশাসন। উদ্ধারকাজে হাত লাগিয়েছে BRO, NDRF, SFRF ও স্থানীয়রা। আবহাওয়ার উন্নতি হলেই আকাশপথে পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হবে। বাগডোগরায় ছয়টি MI হেলিকপ্টার স্ট্যান্ডবাইতে রয়েছে। যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সদা সজাগ ও প্রস্তুত জেলা প্রশাসন।

You might also like!