Country

3 months ago

MK Stalin:বিষমদ কাণ্ডে বিবৃতি স্ট্যালিনের, সরকারের পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী

MK Stalin
MK Stalin

 

চেন্নাই, ২১ জুন : তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনায় শুক্রবার বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন, কাল্লাকুরিচি জেলা কালেক্টরকে বদলি করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে কাল্লাকুরিচির এসপি-কে। অন্যান্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদেরও বরখাস্ত করা হয়েছে। মামলাটি সিবিসিআইডি (ক্রাইম ব্রাঞ্চ)–এ স্থানান্তর করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সবচেয়ে খারাপভাবে প্রভাবিত করে এমন মাদকের হুমকি রোধে আমরা কার্যকরভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।"

মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আরও বলেছেন, "১৯ জুন কাল্লাকুরিচিতে বিষাক্ত অবৈধ মদের সঙ্গে মিথানল মেশানো খেয়ে ৪৭ জন মারা যান। এটা যন্ত্রণাদায়ক।" এদিকে, কাল্লাকুরিচি জেলায় বিষমদ খেয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭-এ পৌঁছেছে। পাশাপাশি অভিযুক্ত ৩ জনকে ১৫-দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।


You might also like!