Country

2 months ago

Rain to continue in several states:গুজরাট ও কেরলে এখনই থামবে না বৃষ্টি, দিল্লিতেও ভারী বর্ষণের পূর্বাভাস

Rain to continue in several states
Rain to continue in several states

 

নয়াদিল্লি, ১ আগস্ট : গুজরাটে ভারী বৃষ্টিপাত চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। গুজরাটের বিভিন্ন রাজ্যে আগামী ৪ আগস্ট পর্যন্ত থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) পূর্বাভাসে এমনটাই জানিয়েছে। এছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যের ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর।

ভারতীয় আবহাওয়া দফতর কেরলের উত্তরের ৪টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে - কোঝিকোড়, ওয়ানাড, কান্নুর এবং কাসারাগোড় জেলায় এই সতর্কতা থাকছে। আইএমডি জানিয়েছে, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ এবং মালাপ্পুরমে কমলা সতর্কতা জারি রয়েছে। ওয়ানাড, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোড় জেলার বৃহস্পতিবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে।

পূর্ব মধ্যপ্রদেশে ২ আগস্ট এবং পশ্চিম ও মধ্য মধ্যপ্রদেশে বৃষ্টি চলবে ৩ আগস্ট পর্যন্ত। কোঙ্কন ও গোয়ায় বৃষ্টি চলবে আগস্টের ৩ তারিখ পর্যন্ত। ছত্তিশগড়ের বিভিন্ন জেলাতেও ২ আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দিল্লি, পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!