Country

2 months ago

Protests continue in Old Rajendranagar incident:ওল্ড রাজেন্দ্রনগরের ঘটনায় বিক্ষোভ জারি, দাবি মেটেনি বলে দাবি শিক্ষার্থীদের

Protests continue in Old Rajendranagar incident
Protests continue in Old Rajendranagar incident

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে তিন আইএএস পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বুধবার সকালেও বিক্ষোভ প্রদর্শন করলেন শিক্ষার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। এক ছাত্রী জানিয়েছেন, "আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা আন্দোলন করছি। তবে, এমন কিছু বিষয় রয়েছে যার সমাধানের জন্য আমরা আশাবাদী। আমরা ক্রমাগত দিল্লি পুলিশের সঙ্গে কথা বলছি এবং আমরা একটি ফলপ্রসূ ফলাফলের আশা করছি। আমরা আমাদের দাবিতে কিছু পরিবর্তন আনব, কারণ মনে হচ্ছে সেগুলির কিছু পূরণ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে অতিরিক্ত ডিসিপি (সেন্ট্রাল) শচীন শর্মা বলেছেন, "সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিথ্যা বার্তা ছড়িয়ে পড়ছে এবং তাঁরা সেগুলি বিশ্বাস করছে। আমরা তাঁদের সঠিক তথ্য জানানোর চেষ্টা করছি। গতকাল সন্ধ্যায় এলজিও (উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা) একটি বৈঠক করেছেন এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

You might also like!