Country

2 months ago

Rahul Gandhi:শুধু নিট নয়, ভারতের সমস্ত প্রধান পরীক্ষায় গুরুতর সমস্যা রয়েছে : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২২ জুলাই : শুধু নিট নয়, ভারতের সমস্ত প্রধান পরীক্ষায় গুরুতর সমস্যা রয়েছে। নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে এই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, "এটা সমগ্র দেশের কাছে স্পষ্ট যে, আমাদের পরীক্ষা পদ্ধতিতে খুবই গুরুতর সমস্যা রয়েছে, শুধুমাত্র নিট পরীক্ষায় নয়, সমস্ত প্রধান পরীক্ষায়। মন্ত্রী (ধর্মেন্দ্র প্রধান) নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেছেন। আমি মনে করি না যে, তিনি এখানে যা ঘটছে তার মৌলিক বিষয়গুলি বোঝেন।"

রাহুল গান্ধী বলেছেন, "শুধু চেঁচামেচি করে মিথ্যা, সত্য হয়ে যাবে না। বিষয়টি হল, বিরোধী দলনেতা বলছেন, দেশের পরীক্ষা পদ্ধতি জঘন্য, তা অত্যন্ত নিন্দনীয়।" রাহুল গান্ধী এদিন লোকসভায় আরও বলেছেন, "দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছেন, যারা কী ঘটছে তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং যারা নিশ্চিত যে ভারতীয় পরীক্ষা পদ্ধতি একটি জালিয়াতি। লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে, আপনি যদি ধনী হন এবং আপনার কাছে টাকা থাকে তবে আপনি ভারতীয় পরীক্ষা পদ্ধতি কিনতে পারবেন এবং এই একই অনুভূতি বিরোধীদের রয়েছে।"

You might also like!