Country

1 month ago

Judiciary raising questions : ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে বিচার ব্যবস্থা, মনীশ সিসোদিয়ার জামিন প্রসঙ্গে মন্তব্য ডি রাজার

Manish Sisodia (symbolic picture)
Manish Sisodia (symbolic picture)

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। তাঁর জামিন প্রসঙ্গে সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজা জানিয়েছেন, আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই। এবার বিচার বিভাগের প্রশ্নের মুখে দাঁড়িয়ে ইডি। ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে বিচার ব্যবস্থা। এটা তো আদতে ইডি–র প্রতি কষাঘাত। উল্লেখ্য, শুক্রবার মনীশকে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতিতে ইডি এবং সিবিআই-এর মামলায় তাঁকে জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত। মনীশ সিসোদিয়ার আইনজীবী ঋষিকেশ কুমার বলেছেন, "সুপ্রিম কোর্ট সিবিআই এবং ইডি উভয় মামলায় মনীশ সিসোদিয়াকে জামিন দিয়েছে। তিনি গত ১৭ মাস ধরে জেলে ছিলেন। সুপ্রিম কোর্ট আরও বলেছে, মনীশ সিসোদিয়ার পক্ষ থেকে বিচারে কোনও বিলম্ব হয়নি। শীর্ষ আদালত এটাও বলেছেন, ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টের উচিত জামিন চাওয়া সমস্ত মামলা সুপ্রিম কোর্টে যাতে না পৌঁছয় তা নিশ্চিত করা।

You might also like!