Country

2 months ago

Indian Population: ৭৭ বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ! রাষ্ট্রসংঘের অবাক করা রিপোর্ট বেরলো সদ্য

Population has increased in India as per UNFPA latest report
Population has increased in India as per UNFPA latest report

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আচ্ছা বলুন তো, এখন ভারতের জনসংখ্যা কত? ভারতের জনসংখ্যা এখন চিনের থেকে বেশি নাকি কম? জাতিসংঘের জনসংখ্যা তহবিল ভারতের সর্বশেষ জনসংখ্যা সম্পর্কে অবাক করা রিপোর্ট প্রকাশ করেছে! 

আমরা বেশিরভাগ সবাই মনে করি, ভারতের জনসংখ্যা প্রায় অনেকটাই বেশি। আর এই বাড়তি জনসংখ্যার জন্যই এই দেশের মানুষ প্রচুর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হোন। তার থেকেও বড় কথা,বাড়তি জনসংখ্যার জন্য দেশের যে কোনও ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি! জাতিসংঘের জনসংখ্যা তহবিলের রিপোর্টে অনুমান করা হয়েছে, ভারতের জনসংখ্যা বর্তমানে ১৪৪ কোটিতে পৌঁছেছে আর তার মধ্যে জনসংখ্যার ২৪ শতাংশ 0 থেকে ১৪ বছর বয়সী। 

তার সঙ্গে জাতিসংঘের জনসংখ্যা তহবিল রিপোর্টে প্রকাশ করেছে, আগামী ৭৭ বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ হবে বলে অনুমান করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আনুমানিক ১৪৪.১৭ কোটি জনসংখ্যা নিয়ে ভারত বিশ্বের সব দেশের মধ্যে সবার উপরে। আর ভারতের পরে আছে চিন। তাদের জনসংখ্যা ১৪২.৫ কোটি। ২০১১ সালে সর্বশেষ আদমশুমারির সময় ভারতের জনসংখ্যা ১২১ কোটিতে রেকর্ড করা হয়েছিল। আরো বলা হয়েছে, ভারতের জনসংখ্যার আনুমানিক ২৪ শতাংশের বয়স ০-১৪ বছরের মধ্যে আর ১৭ শতাংশের বয়স ১০-১৯ বছরের মধ্যে! ১০-২৪ বছর বয়সী ২৬ শতাংশ, ১৫-৬৪ বছর বয়সী ৬৮ শতাংশ। ভারতের জনসংখ্যার ৭ শতাংশের বয়স ৬৫ বছর কিংবা তারও বেশি। পুরুষদের গড়আয়ু  প্রায় ৭১ বছর এবং মহিলাদের ৭৪ বছর।

You might also like!