Country

2 months ago

Police arrested smuggler : মরিগাঁওয়ের পূর্ব বরসলায় পুলিশি অভিযানে উদ্ধার প্রায় ১.৭০ কোটি টাকার হেরোইন, গ্রেফতার দুই

police arrested smuggler (symbolic picture)
police arrested smuggler (symbolic picture)

 

মরিগাঁও (অসম), ২৪ জুলাই : মরিগাঁও-এর পূর্ব বরসলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত লাহরিপাম গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১.৭০ কোটি টাকার মাদক হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক কারবারে জড়িত অভিযোগে ল্যাংরিবাড়ি গ্রামের আজমত আলি (৩৭) এবং লাহরিপাম গ্রামের জনৈক কুদ্দুস আলির ছেলে আবদুল হাসেন (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাতে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে মরিগাঁওয়ের ক্রাইম ব্রাঞ্চ লাহরিপাম গ্রামে অভিযান চালায়। পুলিশ সূত্রের খবর, ধৃত আজমত আলি লাহরিপামের আবদুল হাসেনের ঘরে ৭১টি সাবান কেসে হেরোইনগুলি লুকিয়ে রেখেছিল। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালিয়ে আবদুলের ঘর থেকে ওই ৭১টি সাবানের কেস থেকে মোট ৮৫০ গ্ৰাম হেরোইন বাজেয়াপ্ত করেছেন। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির কালোবাজারে মূল্য প্ৰায় ১ কোটি ৭০ লক্ষ টকা।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আজমত আলি নাকি জানিয়েছে, হেরোইনগুলি ডিমাপুর (নাগাল্যান্ড) থেকে সংগ্রহ করে লাহরিপামে আবদুল হাসেনের ঘরে নিরাপদ ভেবে লুকিয়ে রেখেছিল। মাদক কারবারে তারা জড়িত বলে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মরিগাঁও পুলিশ।


You might also like!