Country

2 months ago

Surat :সুরাটে নাগাড়ে বৃষ্টি, বাসিন্দাদের নিরাপদ জায়গায় যাওয়ার আবেদন প্রশাসনের

Heavy rains in Surat
Heavy rains in Surat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুজরাটে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন। কোথাও কোমর সমান জল, আবার কোথাও বুক পর্যন্ত। সবকিছু মিলিয়ে গুজরাটের বিভিন্ন জায়গায় ক্রমাগত জল হু হু করে বাড়ছে একনাগাড়ে বৃষ্টির জেরে। সুরাটেও বৃষ্টির জেরে একাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট জলমগ্ন। এই পরিস্থিতিতে সুরাটে প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় যাওয়ার জন্য আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, বানভাসী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট। ইতিমধ্যেই জলের তলায় বহু গ্রাম। ঘরবন্দি সাধারণ মানুষ। বিপাকে আমজনতা। বুধবার জানা গেছে, প্রবল বৃষ্টিতে জলমগ্ন গুজরাটের মুলিয়াসা গ্রাম। এই গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই বিপদে এগিয়ে এসেছেন পাশের গ্রামের মানুষেরা। জল পেরিয়ে বাড়ি বাড়ি খাবার এবং পানীয় জল পৌঁছে দিচ্ছেন একদল যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ও। এদিকে জলের তোড়ে গবাদি পশু ভেসে যেতেও দেখা গেছে।

You might also like!