Country

2 months ago

Arvind Kejriwal:ইডি-র মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, তবুও এখনই জেলমুক্তি নয়

Arvind Kejriwal
Arvind Kejriwal

 

নয়াদিল্লি, ১২ জুলাই : আবগারি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত ইডি-র মামলায় অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁকে অন্তবর্তী জামিন মঞ্জুর করেছে। যদিও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর। কারণ পৃথক মামলায় তিনি সিবিআইয়ের হেফাজতেও রয়েছেন। সেই মামলায় তাঁকে আলাদা করে জামিন নিতে হবে। তাই ততদিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে।

উল্লেখ্য, ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মামলায় শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দিয়েছে। আম আদমি পার্টি (আপ)-র প্রধানকে গ্রেফতারি কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বেআইনি পদক্ষেপ কি না, সেই সম্পর্কে কেজরির আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ। যদিও কেজরি এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথক ভাবে জামিন নিতে হবে তাঁকে। আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। তার আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না কেজরি।


You might also like!