Country

2 months ago

Aam Aadmi Party protest : সংসদ চত্বরে বিক্ষোভ এএপি-র, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব সঞ্জয়রা

Aam Aadmi Party protest (symbolic picture)
Aam Aadmi Party protest (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ জুলাই : ইডি ও সিবিআই-সহ কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ইস্যুতে মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন আম আদমি পার্টি (এএপি)-র সাংসদরা। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ইস্যুতে কেন্দ্রকে একহাত নিয়ে সংসদ চত্বরে স্লোগান দিতে থাকেন এএপি সাংসদ সঞ্জয় সিং, রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক প্রমুখরা।

বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সমালোচনা করে এএপি সাংসদ সঞ্জয় সিং বলেছেন, "গত ১০ বছরে কোটি কোটি ভারতীয় মুদ্রাস্ফীতিতে ভুগছে। কৃষকরা এখন দীর্ঘদিন ধরে এমএসপি দাবি করে আসছেন... এনডিএ জোট সঙ্গীরাও অগ্নিবীর প্রকল্প প্রত্যাহার করার দাবি করছেন। কর্মসংস্থান, এমএসপি এবং মুদ্রাস্ফীতি হবে প্রধান ক্ষেত্র, যেখানে মূল ফোকাস হবে... আমি এখনই দিল্লির বাজেট ফাঁস করতে পারি। গত ৯ বছর ধরে, দিল্লি ৩২৫ কোটি টাকার বেশি পায়নি, এর একমাত্র কারণ হল, দিল্লির জনগণ এএপি-কে নির্বাচিত করেছে।


You might also like!