Business

9 months ago

UPI Transaction: গ্রাহকদের জন্য বড় খবর! GPay, ফোনপে, পেটিএম থেকে টাকা পাঠানো বন্ধ?

UPI Transaction (Symbolic Picture)
UPI Transaction (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউপিআই এর মাধ্যমে অনলাইন লেনদেনকারী গ্রাহকদের জন্য বড় খবর। ফোনপে, পেটিএম, GPay এর মাধ্যমে টাকা পাঠাতে চাইলে 31 ডিসেম্বরের আগেই করতে হবে জরুরি কাজ। অন্যথায় পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন গ্রাহকেরা।

দেশে অনলাইন লেনদেনের জগতে বিপ্লব এনেছে ইউপিআই সিস্টেম। গুগল পে, ফোন পে, পেটিএম- এর মতো অ্যাপে হচ্ছে লাখ লাখ টাকার লেনদেন। তবে এবার UPI এর এই লেনদেনে নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইউপিআই-এ নিরাপত্তা জোরদার করতে মোদী সরকার একটি নতুন ব্যবস্থা চালু করতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, কোনও UPI ব্যবহরাকারী বা ব্যবসায়ী UPI-এর মাধ্যমে যদি নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা দেন, সেক্ষেত্রে তাঁকে ফোন করে বা এসএমএসের মাধ্যমে অ্যালার্ট পাঠানো হবে। এক্ষেত্রে ভেরিফিকেশনের পরই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ছাড়াও, Paytm, Phone-Pay এবং Google-Pay-এর মতো পেমেন্ট সুবিধা দেওয়া সমস্ত ব্যাঙ্ক এবং অ্যাপ সংস্থাগুলোকে নয়া নির্দেশ দেওয়া হয়েছে। যেসব গ্রাহকরা দীর্ঘদিন ধরে UPI অ্যাকাউন্ট ব্যবহার করছেন না, তাঁদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে শেষ তারিখ রয়েছে 31 ডিসেম্বর। 

এই ধরনের গ্রাহকদের আবার KYC করতে হবে। এই KYC করার ক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর যাচাই করা হবে। 31 ডিসেম্বর, 2023 এর মধ্যে আবার ভেরিফিকেশন না করা হলে নতুন বছরের শুরু থেকেই গ্রাহকেরা UPI ব্যবহার করতে পারবেন না।

রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি অনলাইনে জালিয়াতির ঘটনা রুখতে অর্থ মন্ত্রকের তরফে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিল রাজস্ব, অর্থনৈতিক বিষয়ক বিভাগ, তথ্যপ্রযুক্তি মন্ত্রক, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একাধিক প্রস্তাবও দেওয়া হয় কেন্দ্রকে। এর মধ্যে একটি বা দুটি প্রস্তাব শীঘ্রই UPI পেমেন্টের ক্ষেত্রে লাগু করতে পারে মোদী সরকার।

You might also like!