Horoscope

5 months ago

Numerology Bhavishyavani: চাকরিতে পদন্নোতি, তবে স্বাস্থ্য পথের কাঁটা? ২০২৪ এ কি অপেক্ষা করছে ৯ মূলাঙ্কের জাতকদের?

Numerology Bhavishyavani
Numerology Bhavishyavani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোনও মাসের ৯, ১৮ বা ২৭ তারিখে যাদের জন্ম, তাঁদের মূলাঙ্ক বা Birth Number হল ৯। এদের উপর মঙ্গল গ্রহের প্রভাব থাকে। সেই কারণে এরা সাহসী ও রাগী। জেনে নিন ২০২৪ সাল এদের কেমন কাটতে চলেছে।

যদি আপনার জন্ম মাসের ৯ তারিখে হয় তাহলে আপনার উপর মঙ্গলের প্রভাব রয়েছে। ১৮ তারিখে জন্ম হলে মঙ্গলের সঙ্গে শনি ও সূর্যের প্রভাবও লক্ষ্য করা যায়। আর মাসের ২৭ তারিখে যাদের জন্ম মঙ্গলের পাশাপাশি তাদের উপর রয়েছে চাঁদ ও কেতুর প্রভাব। ৯ তারিখের জাতকদের ২০২৪ দারুণ ভালো কাটবে, ১৮ তারিখের জাতকরা এই বছরে মিশ্র ফল পাবেন এবং ২৭ তারিখের জাতকদের সামনে নতুন বছরে নানা চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

শিক্ষা

২০২৪ সালে ৯ মূলাঙ্কের জাতকরা লেখাপড়ায় কিছুটা অমনোযোগী হয়ে পড়তে পারেন। এর খারাপ প্রভাব পরীক্ষার ফলেও দেখা যাবে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ভালো ফল পাবেন। ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ছাত্রীরাও সাফল্য পাবেন।

চাকরি

৯ মূলাঙ্কের জাতক, যারা বেসরকারি চাকরি করেন, তাঁরা নতুন বছরে কেরিয়ারে উন্নতি করবেন। তবে সরকারি চাকুরেদের জন্য বছরটা খুব একটা ভালো কাটবে না। বেসরকারি চাকুরেরা পদোন্নতি পেতে পারেন। আবার পছন্দের স্থানে বদলিও পেতে পারেন এরা। ৯ মূলাঙ্কের জাতকদের কর্মক্ষেত্রে নিজেদের ব্যবহার আরও নম্র করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ব্যবসা

২০২৪ সালে নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য্য দিয়ে ব্যবসায় বড় লাভবান হতে পারেন ৯ মূলাঙ্কের জাতকরা। তবে আপনি নতুন কোনও স্টার্টআপ শুরু করার পরিকল্পনা করলে আরও একটু বেশি পরিশ্রম করতে হবে।

সম্পর্ক

এই বছর রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে মিশ্র প্রভাব পাবেন ৯ মূলাঙ্কের জাতকরা। টাকা ও ইগোকে নিজেদের সম্পর্কের মধ্যে মাথা চাড়া দিতে দেবেন না। পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি দেখা দিতে পারে। অবিবাহিতরা এই বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

স্বাস্থ্য

৯ মূলাঙ্কের জাতকদের এই বছর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। চোট আঘাত লাগতে পারে। মাসলের সমস্যা ২০২৪ সালে আপনাকে ভোগাবে। বছরের শুরু থেকেই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ সংখ্যা

১, ৪, ৯, ২, ৮

শুভ দিন

মঙ্গলবার ও বৃহস্পতিবার

শুভ রং

সাদা, হলুদ, গোলাপী, ক্রিম

শুভ রত্ন

কোরাল বা টোপাজ


You might also like!