দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিদ্যার দেবী অথচ তাঁরই পুজোর দিনে কচিকাঁচাদের প্রেমের উদযাপন। সাদা পাজামা পাঞ্জাবি, বাসন্তী শাড়িদের মিঠে কানাকানির দিন এই সরস্বতী পুজো। কিন্তু দেবী সরস্বতীর নিজের জীবনও কম বিতর্কিত নয়। হিন্দু পুরাণ মতে তিনি কখনও ব্রহ্মার কন্যা, কখনও বা স্ত্রী! অর্থাৎ দেবীর স্বামী এবং পিতা একজনই। স্বাভাবিক ভাবেই বিতর্কিত এই বিশয়টি নিয়ে বিষদে আলোচনা কম হয়। আজ রইল তা নিয়েই কিছু কথা।
পুরাণবিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়িও বলছেন, এ কথা মিথ্যে নয়। সরস্বতী যেমন ব্রহ্মার কন্যা, তেমনই স্ত্রীও। কীভাবে, একটু শুনে নেওয়া যাক। মৎস্য পুরাণে বর্ণিত রয়েছে ব্রহ্মা তাঁর এক স্ত্রী সাবিত্রীকে হৃদয়ে ধারণ ধ্যানে বসলেন, তারপর ব্রহ্মার মুখ থেকে এক নারী মুর্তির সৃষ্টি হল, তিনি সরস্বতী। যেহেতু তিনি ব্রহ্মার অঙ্গজাত, সেই অর্থে তিনি ব্রহ্মার কন্যা।
আবার সরস্বতীর রূপে ব্রহ্মা ছিলেন মুগ্ধ। সেই নারীর সঙ্গে নিভৃতে মিলন হয়েছিল তাঁরই সৃষ্টি সরস্বতীর, সেই অর্থে সরস্বতী তাঁর স্ত্রীও।