Country

1 hour ago

Delhi Air Pollution: দিল্লিতে বাতাস দূষিতই, হাঁসফাঁস অবস্থা জাতীয় রাজধানীতে

Delhi-NCR air pollution
Delhi-NCR air pollution

 

নয়াদিল্লি, ২৪ নভেম্বর : দিল্লিতে কমছে না দূষণ। সোমবারও বাতাসের গুণমান (একিউআই) ছিল ৩০০-র উপরে, কোথাও আবার ৪০০-র ওপরে। এদিন সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙে ঘন কুয়াশার মধ্যে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, এদিন সকালে রাজধানীর বাতাসের গড় গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) ছিল উদ্বেগজনক স্তরে। গাজীপুরে একিউআই ছিল ৪৪১, ইন্ডিয়া গেট এলাকায় ৩৪৭, আইটিও এলাকায় ৪১০, অক্ষরধাম মন্দির চত্বর এলাকার অবস্থা ছিল চিন্তাজনক, সেখানে বাতাসের গড় গুণমান সূচক ছিল ৪৪০।

বর্তমানে রাজধানীতে জারি রয়েছে জিআরএপি-৩। যদিও পরিস্থিতি বিচার করে জিআরএপি-৪ বিধিনিষেধ জারির কথা ভাবছে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (সিএকিউএম)। দিল্লিতে বাতাসের গুণমান ‘খারাপ’ হলে জিআরএপি-১ চালু করা হয়। এই সময় রাস্তায় মাঝেমধ্যে জল ছেটানো হয়। খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়। দূষণের মাত্রা অনুযায়ী ধাপে ধাপে জিআরএপি এক, দুই, তিন সংখ্যা বাড়ে। সেই মতো পদক্ষেপ করা হয়।

You might also like!